ঢাকা: তিনি সদ্য বাংলাদেশের জাতীয় দলের নতুন কোচ হয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জাতীয় দলের নতুন কোচ হিসাবে স্পেনের হাভিয়ের কাবরেরার (Javier Fernández Cabrera) নাম ঘোষণা করেছে। দায়িত্ব নিয়েই যিনি জানিয়ে দিলেন, ভারতে কাজ করার অভিজ্ঞতা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিংয়ে কাজে লাগাতে চান।


কাবরেরা ভারতে লা লিগা ফুটবল স্কুলের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে কাজ করেছেন। তাঁর সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি হয়েছে ১১ মাসের। হাভিয়ের বাংলাদেশের ২৩তম বিদেশি কোচ আর স্পেনীয় হিসেবে তৃতীয়। এর আগে স্প্যানিশ কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব সামলেছেন গঞ্জালো মোরেনো ও অস্কার ব্রুজোন।


এই প্রথম কোনও জাতীয় দলের কোচ হিসাবে কাজ করবেন হাভিয়ের। লা লিগার ক্লাব আল আলাভেসের অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন ৩৭ বছর বয়সী উয়েফা ‘প্রো’ লাইসেন্সধারী এই স্প্যানিশ কোচ। লা লিগার এই ক্লাবটির অ্যাকাডেমিতে ২০২০ সালের অক্টোবর থেকে কোচের দায়িত্বে ছিলেন তিনি।


এদিকে, জানুয়ারির শেষ সপ্তাহে ইন্দোনেশিয়াতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ ফুটবল দলের। কিন্তু টিকা জটিলতার কারণে ইন্দোনেশিয়া সফরে যাওয়া হল না জামাল ভূঁইয়াদের। এক ভিডিও বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি কাজি নাবিল আহমেদ বলেছেন, '২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়াতে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল আমাদের।  সে জন্য আমরা যথাযথ প্রস্তুতিও নিয়েছিলাম। জাতীয় দলের কোচ ১৫ জানুয়ারি ঢাকায় চলে এসেছিলেন। আমারা প্লেয়ার লিস্টও তৈরি করেছিলাম। কিন্তু ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে যে, আমাদের সব প্লেয়ার এবং টিম ম্যানেজমেন্টের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া থাকতে হবে।' 


তিনি আরও বলেছেন, 'আমাদের বর্তমান যে প্লেয়ার লিস্ট আছে, তাতে পর্যালোচনা করে দেখেছি আমাদের ১৫ জন প্লেয়ারের ডাবল ভ্যাকসিন নেওয়া আছে। কিন্তু ৭ জন প্লেয়ারের সিঙ্গেল ডোজ নেওয়া আছে। আর বাকি ৬ জনের ভ্যাকসিন নেওয়া হয়নি। যে কারণে আমরা এই মুহুর্তে ইন্দোনেশিয়াতে সফর করতে পারছি না।'


আইএসএলে ডার্বির আগে চার গোল খেয়ে হারল এসসি ইস্টবেঙ্গল