সন্দীপ সরকার, কলকাতা: বেসরকারি হাসপাতালগুলিতে বিল নিয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য কমিশন। সূত্রের খবর, ওই নির্দেশিকায় বলা হয়েছে, রোগী নগদ টাকায় চিকিত্‍সা করালে কমিশনের অ্যাডভাইসরি মেনে বিল করতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে। কমিশনের বেঁধে দেওয়া রেটের মধ্যেই রাখতে হবে চিকিত্‍সার খরচ। 


প্রসঙ্গত, মেডিকার বিরুদ্ধে চিকিত্‍সা বিল সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমন নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। এই নির্দেশিকা মেনেই এবার থেকে রাজ্যের সব বেসরকারি হাসপাতালকে চিকিৎসায় নগদে বিল মেটানোর ক্ষেত্রে ছাড় দিতে হবে। বিমা ছাড়া বিল করতে হলে সেখানে ছাড় দেওয়া বাধ্যতামূলক। যদিও হাসপাতালের তরফে বলা হয় সফটওয়্যারের মাধ্যমে বিল করা হয়। যেখানে বিমার হারেই অন্য সব ক্ষেত্রে খরচ ধরা হয়ে থাকে। এরপর হাসপাতালকে কমিশন স্পষ্ট নির্দেশ দেয়, প্রয়োজনে সফটওয়্যার বদলাতে হবে।                                     


সূত্রের খবর, সফটওয়্যার পরিবর্তনের জন্য ওই হাসপাতালকে এক মাস সময় দিয়েছে কমিশন। সাফ জানান হয়, বিমা ছাড়া রোগী যে খরচ মেটাবেন তা কমিশনের নির্দেশিকা মেনে করতে হবে। গত বছরই শহরের আরেক হাসপাতাল ফর্টিসের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিল স্বাস্থ্য কমিশন।                           


বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে প্রায়সই মাত্রাছাড়া বিল ধরানোর অভিযোগ তোলেন রোগীর পরিবারের সদস্যরা। এমনই এক অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের সব বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্য কমিশন নির্দেশ দিয়েছে,তামিলনাড়ুর ভেলোর ক্রিশিয়ান মেডিক্যাল কলেজের বিল খতিয়ে দেখে বুঝুন, কীভাবে কম খরচে চিকিৎসা করা যায়।                                    


বেসরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছে, আপনারা দেখুন কোথায় খামতি রয়েছে। ফর্টিস হাসপাতালে আনুষঙ্গিক খরচ বাবদ যা নেওয়া হয়েছে, সেটা ভেলোরের মোট চিকিৎসার খরচের সমান! এই কারণেই মানুষজন ভেলোরে যান। ভুল সংশোধন করুন আপনারা।