নয়াদিল্লি: করোনাভাইরাস মোকাবিলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই মহামারী রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। লকডাউনে সমস্যার মুখোমুখি লোকজনের সাহায্যে এগিয়ে এসেছে প্রশাসন। ক্রীড়া জগতেও এর প্রভাব পড়েছে। পাকিস্তানের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার করোনা সংকট মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ভারতের মতো পাকিস্তানও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে। ভাইরাসের সংক্রমণ রোধে পাকিস্তানে লকডাউনের প্রয়োজনীয়তা নিয়ে অনেক আগেই সওয়াল করেছিলেন রওয়ালপিন্ডি এক্সপ্রেস। দেশে লোকজনের মধ্যে সচেতনতার অভাব নিয়েও নিজের মতামত ব্যক্ত করতে পিছু হঠেননি তিনি।
ভারতে লকডাউন মোকাবিলায় গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন আগুনে গতির এই বোলার। ৪৪ বছরের এই বোলার হেলো অ্যাপে এক ভিডিওতে বলেছেন, লকডাউন প্রধানমন্ত্রী মোদির একটা বড়সড় সিদ্ধান্ত। এই কঠিন সময়ে এ ধরনের সিদ্ধান্ত ছিল অত্যন্ত প্রয়োজনীয়।

আন্তর্জাতিক কেরিয়ারে ৪৬ টেস্ট, ১৬৩ একদিনের ম্যাচ ও ১৫ টি ২০ খেলেছেন শোয়েব। তিনি বলেছেন, এমন একটি সময়ে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটাতে পারে। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে ক্রিকেট সিরিজ আয়োজন করলে খেলার মাধ্যমে দ্বিপাক্ষিক সুসম্পর্ক গড়ে তোলা যেতে পারে।

এর আগে শোয়েব বলেছিলেন যে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে তহবিল সংগ্রহের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজের আয়োজন করা দরকার। কিন্তু তাঁর ওই প্রস্তাব খারিজ করেছিলেন কপিল দেব ও সুনীল গাওস্করের মতো ক্রিকেট ব্যক্তিত্বরা।