ইসলামাবাদ: অনূর্দ্ধ ১৯ দলে সুযোগ না পাওয়ায় আত্মহত্যা করলেন প্রাক্তন পাক ক্রিকেটার আমের হানিফের ছেলে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আত্মঘাতী ক্রিকেটারের নাম মহম্মদ জায়রাব। তিনি কলেজের প্রথম বর্ষের ছাত্র। বয়স বেশি হওয়ায় তাঁকে অনূর্দ্ধ ১৯ দলে নেননি নির্বাচকরা। এতে প্রচণ্ড হতাশ হন তিনি।
ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন হানিফ। তিনি অভিযোগ করেছেন, নিজের বয়স বেশি বলতে জায়রাবের ওপর চাপ তৈরি করা হয়েছিল। তিনি পুরো ঘটনায় দেশের অনূর্দ্ধ ১৯ ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কোচেদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। অন্য কারুন সন্তানের যাতে এই পরিণতি না হয়, তা নিশ্চিত করার জন্যও কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন হানিফ।
১৯৯০-এর দশকে পাকিস্তানের হয়ে পাঁচটি একদিনের ম্যাচ খেলেন হানিফ।
গত জানুয়ারিতে লাহোরে অনূর্দ্ধ ১৯ টুর্নামেন্টে করাচির হয়ে খেলেছিলেন জায়রাব। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেখান থেকেই 'চোটের জন্য তাঁকে বাড়ি পাঠিয়ে' দেওয়া হয়। বাড়ি ফিরে আসতে আসতে চাননি জায়রাব। কিন্তু আশ্বাস দেওয়া হয় যে, তাঁকে ফের দলে নেওয়া হবে।
কিন্তু পরে বয়স বেশি, এই কারণ দেখিয়ে জায়রাবকে দলে নেওয়া হয়নি।
অনূর্দ্ধ ১৯ দলে সুযোগ না পেয়ে আত্মঘাতী প্রাক্তন পাক ক্রিকেটারের ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Feb 2018 05:18 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -