করাচি: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান তৌফিক উমর। তাঁর জ্বর হওয়ায় নিজেই গতকাল করোনা পরীক্ষা করান। সেই পরীক্ষায় জানা গিয়েছে, তিনি করোনা আক্রান্ত।
পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে তৌফিক জানিয়েছেন, ‘আমি গতকাল রাতে অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করাই। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ। তবে আমার শরীরে উপসর্গ গুরুতর নয়। আমি নিজেকে বাড়িতে বন্দি করে রেখেছি। সবার কাছে আমার আর্জি, যাতে দ্রুত সুস্থ হয়ে উঠি, সেই প্রার্থনা করুন।’
এর আগে বিখ্যাত ফুটবলাররা করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তৌফিকই প্রথম বিখ্যাত ক্রিকেটার, যিনি করোনা আক্রান্ত হলেন। ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ১৩ বছরের কেরিয়ারে পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট ও ২২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। টেস্টে ২,৯৬৩ গড়ে তাঁর রান ৩৭.৯৮। একদিনের আন্তর্জাতিকে তাঁর রান ৫০৪।
পাকিস্তানে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫৪,৬০১। মৃত্যু হয়েছে ১,১৩৩ জনের। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫৩ লক্ষ ১৩ হাজার ৮৫০। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শুরু হয়েছে জার্মানির ফুটবল লিগ বুন্দেশলিগা। তবে সারা বিশ্বের অন্যান্য প্রথমসারির ক্রীড়া প্রতিযোগিতাগুলি এখনও শুরু হয়নি। মাঝপথে স্থগিত হয়ে গিয়েছে পাকিস্তান সুপার লিগ। এ বছর আইপিএল হওয়া অনিশ্চিত।
করোনা আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান তৌফিক উমর, আছেন হোম কোয়ারেন্টিনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2020 06:59 PM (IST)
এর আগে বিখ্যাত ফুটবলাররা করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তৌফিকই প্রথম বিখ্যাত ক্রিকেটার, যিনি করোনা আক্রান্ত হলেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -