বেজিং: নিষিদ্ধ বন্যপ্রাণী খাওয়া, উহানের সমস্ত রেস্তোরাঁর মেনু থেকে বাদ পড়ল সিংহ, বাদুড় আর প্যাঙ্গোলিন (পিপিলিকাভূক)। করোনা আবহে আমেরিকার অন্যতম রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান্থনি ফৌসির পরামর্শে চিনে বন্ধ হল বন্যপ্রাণী খাওয়া। চলতি সপ্তাহে চিনের উহানের পৌরসভা দ্বারা লাগু হওয়া নতুন আইন অনুযায়ী উহানের কোনও রেস্তোরাঁর মেনুতে থাকবে না সিংহ, বাদুড়, ময়ূর ও প্যাঙ্গোলিন। এমনকি খাওয়ার জন্য তাদের প্রজনন করা যাবে না, করা যাবে না কোনও আঘাতও। আগামী ৫ বছরের জন্য চালু হয়েছে এই নতুন নিয়ম।
করোনা পরিস্থিতিতে গোটা চিন জুড়ে আগেই নিষিদ্ধ হয়েছে বাদুড় ও সাপকে খাদ্য হিসাবে গ্রহণ করা। বর্তমানে গোটা পৃথিবী জুড়ে ত্রাসের সৃষ্টি করেছে যে করোনাভাইরাস তা প্রথম ছড়িয়েছিল চিনের হুবেই প্রদেশের উহান শহরের মাংসের বাজার থেকেই। বিশেষজ্ঞদের মতে, প্রথমে বাদুড়ের শরীর থেকেই মানুষের শরীরে প্রবেশ করে করোনাভাইরাস। তারপর অবশ্য বারবার জিন বদল করে নিজের প্রকৃতি ও বৈশিষ্ট্য বদলে ফেলেছে এই মারণভাইরাস। গোটা বিশ্বে মাংস কেনাবেচার খোলা বাজারে বিশেষ সতর্কতাবিধি অবলম্বন করার পরামর্শই দিচ্ছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অ্যান্থনি ফৌসি জানান, মাংসের খোলা বাজার থেকে বিভিন্ন ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পেয়েছি আমরা। অবিলম্বে এই সমস্ত রকম বন্যপ্রাণী হত্যা ও মাংস কেনাবেচা বন্ধ করা উচিত।
বর্তমানে করোনা ভাইরাসের এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে আমেরিকা। করোনা আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সেখানে। মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ছুঁয়েছে। প্রথমে চিন এই ভাইরাসের এপিসেন্টার হলেও বর্তমানে চিনে সংক্রমণের সংখ্যা কমেছে।
করোনা আতঙ্ক! উহানে রেস্তোরাঁর মেনু থেকে বাদ পড়ল সিংহ, বাদুড়, প্যাঙ্গোলিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 May 2020 03:08 PM (IST)
নিষিদ্ধ বন্যপ্রাণী খাওয়া, উহানের সমস্ত রেস্তোরাঁর মেনু থেকে বাদ পড়ল সিংহ, বাদুড় আর প্যাঙ্গোলিন (পিপিলিকাভূক)। করোনা আবহে আমেরিকার অন্যতম রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান্থনি ফৌসির পরামর্শে চিনে বন্ধ হল বন্যপ্রাণী খাওয়া।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -