ম্যাঞ্চেস্টার: সঙ্গে করে ইনসুলিন নিয়ে যাওয়ায় ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘আজ ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে যে ব্যবহার পেলাম, তাতে খুব খারাপ লাগল। আমি ইনসুলিন নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াই। কিন্তু কোনওদিন এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি। আমাকে অভদ্রভাবে জেরা করা হয় এবং কোল্ড কেস থেকে ইনসুলিন বের করে প্লাস্টিকের ব্যাগে রাখার নির্দেশ দেওয়া হয়।’

পরে অন্য একটি ট্যুইটে আক্রম বলেন, ‘আমি মনে করি না অন্যদের থেকে আমাকে আলাদাভাবে দেখা উচিত। আমি বিশ্বাস করি, সবার সঙ্গে আচরণের একটি নির্দিষ্ট বিধি থাকা উচিত। সুরক্ষার বিষয়টি আমি বুঝি, কিন্তু তার মানে এই নয় যে কাউকে অপমান করা হবে।’

পাকিস্তানের হয়ে ১০৪টি টেস্ট এবং ৩৫৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা আক্রম ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন। এবারের বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। সেখানেই হেনস্থার অভিযোগ করলেন তিনি। ম্যাঞ্চেস্টার বিমানবন্দরের পক্ষ থেকে পাল্টা ট্যুইট করে আক্রমের কাছ থেকে এই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।