নয়াদিল্লি: চন্দ্রযান-২-এর সফল উৎক্ষেপণের পর ট্যুইটারে নাম না করে পাকিস্তানকে কটাক্ষ করায় সমালোচনার মুখে পড়লেন হরভজন সিংহ। অনেকেই তাঁকে ধর্মান্ধ বলে দাবি করেছেন। পাকিস্তানিদের পাশাপাশি অনেক ভারতীয়ও এই ক্রিকেটারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গতকাল হরভজন ট্যুইট করেন, ‘কয়েকটি দেশের পতাকায় চাঁদ আছে, আর কয়েকটি দেশের পতাকা চাঁদে আছে।’ এই ট্যুইটের সঙ্গে পাকিস্তান সহ কয়েকটি দেশ এবং ভারত, চিন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকার ছবি দেন হরভজন। এরপরেই শুরু হয় সমালোচনা। সিপিআই (এমএল) নেত্রী কবিতা কৃষ্ণণের মতো অনেকেই হরভজনকে মুসলিম-বিদ্বেষী বলে দাবি করেন। যদিও অভিনেত্রী কস্তুরি শঙ্কর হরভজনের পাশে দাঁড়িয়েছেন।