নয়াদিল্লি: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাফর সরফরাজের। তিনি আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও, বেশ কয়েকটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। পাকিস্তানে এই প্রথম কোনও পেশাদার ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।


৫০ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার গত তিনদিন ধরে পেশোয়ারের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। মৃত্যু হল এই প্রাক্তন ক্রিকেটারের।

পাকিস্তানের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আখতার সরফরাজের ভাই জাফর। ১০ মাস আগে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে আখতারের মৃত্যু হয়। এবার মৃত্যু হল জাফরের।

১৯৮৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় জাফরের। তিনি পেশোয়ারের হয়ে ১৫টি ম্যাচে ৬১৬ রান করেন। ৬টি একদিনের ম্যাচে তিনি করেন ৯৬ রান। ১৯৯৪ সালে অবসর নেন তিনি। এরপর তিনি কোচিং শুরু করেন। তাঁকে পেশোয়ারের অনূর্ধ্ব-১৯ ও সিনিয়র দলের দায়িত্ব দেওয়া হয়।