নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই বড় রান পাচ্ছেন না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৯-এ ইডেনে (Eden Gardens) বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে (Pink Ball Test match) শতরান করার পর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পাননি তিনি। এই পরিস্থিতিতে তাঁর ব্যাটিংয়ে দুর্বলতার কথা উল্লেখ করলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ (Rashid Latif)। তিনি বিরাটকে ত্রুটি সংশোধনের পরামর্শও দিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ নিয়ে আলোচনা প্রসঙ্গে বিরাটের খারাপ ফর্ম নিয়ে লতিফ বলেছেন, ‘কয়েকজন খেলোয়াড়ের যখন ভাল সময় যায়, তখন তারা তথ্যের উপর বিশ্বাস রাখে না। কিন্তু এবার বিরাটের ডেটা অ্যানালিস্টের কাছে যাওয়ার সময় এসে গিয়েছে। ওর সমস্যা হল, ওপেন স্টান্স রয়েছে এবং অফস্টাম্পের বাইরের বল তাড়া করছে। বিপক্ষ দলগুলি ওর দুর্বল দিকগুলি খতিয়ে দেখেছে এবং সেই অনুযায়ী বোলিং করছে। বিরাট এখন অনেক বেশি ডট বল খেলছে। ওকে ডট বলের সংখ্যা কমাতেই হবে। ওকে অনেক বেশি আক্রমণাত্মক হতে হবে। ক্রিজে আসার পর শুরুর দিকে বিরাটের নড়াচড়া আরও দ্রুত হতে হবে। ওপেন স্টান্সে ব্যাটিং করে বল থেকে অনেক দূরে থাকছে বিরাট। একটু দেরিতে বলের কাছে পৌঁছলে ঠিক আছে, কিন্তু অনেক দেরি করলে সেটা বিপজ্জনক হয়ে যায়। বিরাটের ক্ষেত্রে সেটাই হচ্ছে। ওর খারাপ ফর্ম চলছে। ওকে নেতৃত্বও হারাতে হয়েছে।’
লতিফ আরও বলেছেন, ‘বিরাটকে এবার রান করতেই হবে। অনেক বেশি সময় ধরে ওর ব্যাড প্যাচ চলছে। ওর কাছে এবার বড় রান পাওয়ার ভাল সুযোগ রয়েছে। ওর শতরান না পাওয়া নিয়ে লোকজন অনেক কথা বলছে। তবে আমার মনে হয়, ও চলতি টেস্টেই বা আগামী দু-তিনটি ম্যাচের মধ্যেই শতরান পাবে।’
দ্বাদশ ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন বিরাট। তিনি মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ৮,০০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন। কিন্তু শতরান পাচ্ছেন না তিনি।