করাচি: করোনা আবহের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সানা মির। শনিবার তিনি নিজের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৩৪ বছরের সানা খেলেছেন ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ১৩৭টি ম্যাচে দেশকে নেতৃত্ব দেন।
অবসর ঘোষণা করতে গিয়ে সানা বলেন, গত কয়েকমাসে আমি অনেক ভাবার সময় পেয়েছি। আমার মনে হয়েছে এটাই এগিয়ে চলার সঠিক সময়। আমার বিশ্বাস, নিজের ক্ষমতা অনুযায়ী আমি দেশ ও খেলায় অবদান রেখেছি।
এই দীর্ঘ যাত্রায় তাঁকে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানান সানা। একইসঙ্গে সাম্প্রতিককালে মহিলা ক্রিকেটের অগ্রগতির কথাও শোনা গিয়েছে সানার গলায়। তিনি বলেছেন, এটা ভীষণই সম্মান ও ভাগ্যের। আমি সকল সাপোর্ট স্টাফ, গ্রাউন্ড স্টাফ এবং পর্দার আড়ালে থাকা সকলকে আমার কেরিয়ারে অবদান রাখার জন্য এবং মহিলা ক্রিকেটর সামগ্রিক উন্নতির জন্য ধন্যবাদ জানাচ্ছি।
দেশের হয়ে মহিলা একদিনের ক্রিকেটে তিনি সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। ১২০ ওডিআই ম্যাচে ১৫১টি উইকেট নিয়েছেন অফ-স্পিন বল করা সানা। এছাড়া, ১০৬ টি-২০ ম্যাচে তিনি ৮৯ উইকেট নিয়েছেন। এক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে নিদা দার, যাঁর ঝুলিতে রয়েছে ৯৮ উইকেট।
এর পাশাপাশি, পাকিস্তানের হয়ে একদিনের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী সানা। ওডিআইতে তাঁর সংগ্রহ ১,৬৩০ রান। মহিলা একদিনের ক্রিকেটে এক হাজার রান ও ১০০ উইকেট সংগ্রহকারীদের তালিকায় খুব কম ক্রিকেটার রয়েছেন। সানা তাঁদের অন্যতম।
করোনা আবহের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় পাক মহিলা দলের প্রাক্তন অধিনায়ক সানা মিরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2020 10:57 AM (IST)
২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ১৩৭টি ম্যাচে দেশকে নেতৃত্ব দেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -