করাচি: নির্বাসিত পাক ক্রিকেটার উমর আকবল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)-র প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি। তিনি বলেছেন, উমরের মৃগী রোগ ছিল, ফিটও হয়েছে। কিন্তু রোগ সারাতে চিকিৎসা করতে রাজি হননি। নাজম আরও বলেছেন, ওর যে সব সমস্যা রয়েছে তা কাটিয়ে উঠতে মানসিক রোগ চিকিত্সকের সাহায্য প্রয়োজন।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর আগে ম্যাচ-ফিক্সিংয়ের প্রস্তাবের কথা কর্তৃপক্ষকে না জানানোর জন্য পিসিবি তিন বছরের জন্য নির্বাসিত করেছে উমরকে।

২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত পিসিবি প্রধান নাজম শেঠি বলেছেন, দায়িত্বভার গ্রহণের পর তাঁকে উমরের সঙ্গে যুক্ত সমস্যার সমাধান করতে হয়েছিল। ২০১৩-তে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় মৃগী রোদের কারণে ফিট হয়েছিলেন উমর। কিন্তু বারংবার চিকিত্সকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও কান দেননি উমর।

নাজম বলেছেন, সফর শেষে দেশে ফিরে আসার পর উমরকে ক্রিকেট থেকে বিরতি নিয়ে চিকিত্সা করাতে বলেছিলাম। কিন্তু সে কথা না শুনে ও খেলা চালিয়ে যায়।

প্রাক্তন পিসিবি প্রধান বলেছেন, আচার-আচরণ শুধরে নেওয়ার জন্য উমরকে অনেকবারই সতর্ক করা হয়। কিন্তু উমর এ সবের তোয়াক্কাই করেননি।

নাজম শেঠি বলেছেন, ওর শারীরিক ও মানসিক উভয় সমস্যাই রয়েছে। ওকে অনেকবারই আচরণ শুধরানোর কথা বলা হয়। কিন্তু এ সবে থোড়াই করেয়ার করে ও নিজেকে প্রায়ই বিতর্কে জড়িয়েছে।

প্রাক্তন পিসিবি প্রধান উমরের তিন বছরের নির্বাসনকে যুক্তিযুক্ত বলেই মনে করছেন।  তিনি বলেছেন, আমরা উমরকে সতর্ক করেছিলাম। এর আগে ওকে নির্বাসিতও করেছিলাম। এজন্য ওর তিন বছরের নির্বাসনের সাজা খুবই সঙ্গত। ও সব সময় দেশের জন্য নয়, নিজের জন্যই খেলেছে। প্রতিভাবান হওয়া সত্ত্বেও ও শৃঙ্খলার ধারও ধারে না। ও যদি মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয় এবং চিকিত্সা করায়, তাহলে ওর মধ্যে শৃঙ্খলা ফিরতে পারে।

"