৩৭ বছর বয়সি মজিদ স্কটল্যান্ডের হয়ে ২০১৫ সালের বিশ্বকাপে খেলেন। তিনি ২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে ৫৪টি একদিনের আন্তর্জাতিক ও ২৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন। ব্রিটেনে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত চার হাজারেরও বেশি মানুষ। মৃত প্রায় ২০০। স্কটল্যান্ডে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০০ জন। ফলে আতঙ্ক ছড়াচ্ছে। ইংল্যান্ড ও স্কটল্য়ান্ড দু’দেশেরই ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, অনির্দিষ্ট সময়ের জন্য বিনোদনমূলক ক্রিকেট বন্ধ থাকবে। ইংল্য়ান্ডের ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, ২৮ মে পর্যন্ত পেশাদার ক্রিকেট খেলাও হবে না। করোনা আক্রান্ত স্কটল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মজিদ হক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2020 02:40 PM (IST)
৩৭ বছর বয়সি মজিদ স্কটল্যান্ডের হয়ে ২০১৫ সালের বিশ্বকাপে খেলেন। তিনি ২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে ৫৪টি একদিনের আন্তর্জাতিক ও ২৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন।
গ্লাসগো: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন স্কটল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মজিদ হক। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের এখন চিকিৎসা চলছে। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘আমার শারীরিক পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়েছে। বাড়ি ফেরার জন্য মুখিয়ে আছি। চিকিৎসাকর্মীরা আমাকে সাহায্য করেছেন। আমাকে শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি ঈশ্বরের আশীর্বাদে দ্রুত সুস্থ হয়ে উঠব।’