অবসরের সিদ্ধান্ত নেওয়ার পর ফেসবুকে লাইভ ব্রডকাস্টে অ্যানা বলেছেন, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কিন্তু সবাই জানে, আমি চোটে কাবু। আমি যদি নিজের সেরা ফর্মে খেলতে পারি, তাহলেই খেলব। কিন্তু সেটা আমি আর পারব না। তাই অবসর নিচ্ছি।’ কোর্টকে বিদায় জানানোর পর এবার খেলা ও সুস্থ জীবনের প্রচার করবেন অ্যানা। এছাড়া ব্যবসাও করবেন। ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবেও কাজ চালিয়ে যাবেন এই সার্বিয়ান তারকা। পেশাদারী টেনিসকে বিদায় জানালেন প্রাক্তন এক নম্বর অ্যানা ইভানোভিচ
Web Desk, ABP Ananda | 29 Dec 2016 04:44 PM (IST)
লন্ডন: বছরের শেষে হঠাৎ অবসর৷ পেশাদারী টেনিসকে বিদায় জানালেন প্রাক্তন এক নম্বর অ্যানা ইভানোভিচ৷ দীর্ঘদিন চোটের কারণে ভাল পারফরম্যান্স দেখাতে পারছিলেন না অ্যানা৷ চোট নিয়ে জেরবার ছিলেন তিনি। চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন বিশ্রামের৷ অবশেষে মাত্র ২৯ বছরেই অবসরের সিদ্ধান্ত নিলেন অ্যানা৷ ২০০৮ সালে ফরাসি ওপেন জিতেছিলেন এই সার্বিয়ান টেনিস সুন্দরী৷ একই বছরে অস্ট্রেলিয়ান ওপেনে রানার্স হন তিনি৷ চলতি বছরেই জার্মানির ফুটবলার বাস্তিয়ান সোয়েনস্টাইগারের সঙ্গে বিয়ে হয় অ্যানার৷ তারপরেই কোর্টকে বিদায় জানালেন তিনি।