কলকাতা: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U 19 World Cup) জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করা হল। ১৭ জনের দলে সুযোগ পেয়েছেন বাংলার এক ক্রিকেটার। তিনি, রবি কুমার, বাঁহাতি পেসার।


বিশ্বকাপের দলে রয়েছেন বাংলার আরও এক ক্রিকেটার। তিনি, অমৃত রাজ উপাধ্যায়। তবে বাঁহাতি স্পিনার অমৃত মূল দলে জায়গা পাননি। তাঁকে বিকল্প (স্ট্যান্ড বাই) হিসাবে রাখা হয়েছে। তিনি ছাড়াও স্ট্যান্ড বাই হিসাবে আছেন ঋষিত রেড্ডি, উদয় সাহারণ, অংশ গোসাই ও পিএম সিংহ রাঠৌর।


বাঁ-হাতি স্পিনার অমৃতরাজ ও মিডিয়াম পেসার রবি সম্প্রতি কলকাতায় আয়োজিত তিন দলের টুর্নামেন্টে নজর কাড়েন। সেই সুবাদেই তাঁরা ঢুকে পড়েন এশিয়া কাপের স্কোয়াডে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলতে রবিবার রাতেই সংযুক্ত আরব আমিরশাহি রওনা হয়ে যাচ্ছে ভারতীয় দল।


আগামী বছর ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন দিল্লির ব্যাটার ইয়াস ধুল। বিশ্বকাপে মোট চারটি গ্রুপ আছে। 'বি' গ্রুপে আছে ভারত। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার লিগে উঠবে। এক নজরে দেখে নিন, গ্রুপ লিগে ভারতের সূচি -


১) ১৫ জানুয়ারি, ২০২২: বনাম দক্ষিণ আফ্রিকা, গায়ানা। সকাল ৭ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)। 


২) ১৯ জানুয়ারি, ২০২২: বনাম আয়ারল্যান্ড, ত্রিনিদাদ অ্যান্ড ট্যোবাগো। সকাল ৭ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)। 


৩) ২২ জানুয়ারি, ২০২২: বনাম উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড ট্যোবাগো। সকাল ৭ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)।


পুরো দল: যশ ধুল (অধিনায়ক), হরনুর সিংহ, অঙ্গকৃশ রঘুবংশী, এস কে রশিদ (সহ-অধিনায়ক), নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, আনিশ্বর গৌতম, দীনেশ বানা (উইকেটকিপার), আরাধ্য যাদব (উইকেটকিপার), রাজ অঙ্গদ বাওয়া, মানব পরখ, কৌশল তাম্বে, আর এস হানগার্গেকর, বাসু বৎস, ভিকি অস্তওয়াল, রবি কুমার ও গর্ভ সঙ্গওয়ান।