কলকাতা: প্রতিভাবান মহিলা ফুটবলার অঞ্জু তামাঙ্গের (Anju Tamang) পাশে দাঁড়াল ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এফপিএআই (FPAI)। অঞ্জুর কিট স্পনসর করল এফপিএআই।


ভারতীয় মহিলা ফুটবল দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য় অঞ্জু। ৩ বছরেরও বেশি সময় ধরে তিনি জাতীয় দলে খেলছেন। দুটি সাফ চ্যাম্পিয়নশিপ এবং AFC মহিলা এশিয়ান কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন অঞ্জু। প্রতিভাবান এই খেলোয়াড়কেই এবার স্পনসর করল ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা FPAI।


স্পনসরশিপ নিয়ে উচ্ছ্বসিত অঞ্জু। তিনি বলেছেন, “আধুনিক বিশ্বে পেশাদার ক্রীড়াবিদদের জন্য যে কোনও ধরনের স্পনসরশিপ সব সময়ই ইতিবাচক। আমরা সকলেই জানি যে, ভারতে মহিলাদের ফুটবল কাঠামো এখনও খুব বেশি পেশাদার নয় এবং দেশের অন্যান্য পেশাদার ক্রীড়াবিদদের তুলনায় আমাদের উপার্জন খুবই সামান্য। আমি এই স্পনসরশিপের জন্য এফপিএআই-কে ধন্যবাদ জানাতে চাই। আমি আশা করি আমাদের সমস্ত মহিলা ফুটবলাররা তাদের নিজেদের উন্নতির জন্য প্লেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আরও বেশি করে যুক্ত হবে।”


অঞ্জুর বয়স ২৬। তিনি ভারতের অন্যতম সফল স্ট্রাইকার। বর্তমানে সেথু এফসি-তে রয়েছেন তিনি। ২০১৯-২০২০ মরসুমে তিনি গোকুলাম কেরলের হয়ে খেলেছেন। ২০১৭-১৮ মরসুমে তিনি রাইজিং স্টুডেন্ট ক্লাবের হয়ে খেলেছেন। ২০১৬ সাল থেকে তিনি জাতীয় দলের হয়ে খেলছেন। পশ্চিমবঙ্গে জন্ম হলেও অঞ্জু সিকিমের বাসিন্দা।

মহিলাদের ফুটবলের উন্নয়নে কাজ করছে FPAI। ভবিষ্যতে আরও মহিলা প্লেয়ারকে স্পনসর করতে পারে তারা। ISL আসার ফলে ফুটবলের জৌলুস বাড়লেও সার্বিকভাবে পরিকাঠামোর উন্নতি হয়নি। সেই ছবিটাই বদলাতে এবার তৎপর এফপিএআই।


কালিম্পঙের আলগাড়ায় দিদির বাড়িতেই মানুষ অঞ্জু। বাড়ি ডুয়ার্সের বীরপাড়ায়। আলগাড়া হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন অঞ্জু। আলগাড়াতেই পাড়ায় মেয়েদের সঙ্গে ফুটবল খেলার সময় প্রশান্ত প্রধানের নজরে পড়েন অঞ্জু। তিনিই অঞ্জুকে ফুটবল খেলতে উৎসাহ দেন।


আরও পড়ুন: 'যুদ্ধ নয়, শান্তি চাই', কাতার বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে বার্তা ইউক্রেন ফুটবলারদের