বর্ধমান : বরাবরই রাজ্যের অন্যতম সেরা স্কুলের তকমা পেয়েছে। অতীতে মেধাতালিকায় (Merit List) ঠাঁই করে নিয়েছে এই স্কুলের ছাত্ররা। এবারও সেই সাফল্যের ধারা বজায় রাখল বর্ধমান সিএমএসের (Burdwan CMS) দুই কৃতী ছাত্র। ৬৯৩ নম্বর পেয়ে এবার মাধ্যমিকে (Madhyamik) প্রথম হয়েছে রৌনক মণ্ডল ও ৬৮৪ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে সৌনক বন্দ্যোপাধ্যায়।


কী বলছেন স্কুলের প্রধান শিক্ষক ?


এনিয়ে বর্ধমান সিএমএসের প্রধান শিক্ষক মিন্টু রায় বলেন, "এর থেকে আনন্দের কিছু আছে বলে মনে হয় না। আমি বিশ্বাস করি, একটা বিদ্যালয়ের এবং শিক্ষকদের সাফল্য নির্ভর করে তার ছাত্ররা কতটা সফল তার ওপর। কাজেই, আজ সেই অর্থে আমরা সাফল্যের শিখরে। আজ আনন্দের দিন। আমার পাশে দুই রত্ন বসে আছে।"


আরও পড়ুন ; মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম, সাফল্যের 'রহস্য' জানাল বর্ধমান সিএমএসের ছাত্র রৌনক


দুই কৃতীর বক্তব্য-


রৌনক জানায়, "বাড়িতে বাবা-মা পড়শোনায় সাহায্য করতেন। প্রাইভেট টিউটর ছিল। স্কুলের স্যাররা খুব সাহায্য করেছেন। যখন যা জানতে চেয়েছি, সবই সাহায্য করেছেন তাঁরা। করোনা পরিস্থিতিতেও অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাহায্য করেছেন। ভবিষ্যতে ডাক্তার হতে চাই। তাই NEET-এর প্রস্তুতি নেব। পড়াশোনা ছাড়া গল্প বই পড়ে বা বিভিন্ন শিক্ষামূলক ও দেশাত্মবোধক সিনেমা দেখে এবং গান করে সময় কাটিয়েছি।"


এই সাফল্যের রহস্য কী ?


রৌনক জানিয়েছে, টেক্সট বইটা খুঁতিয়ে পড়েছিলাম। যত টেস্ট পেপার ও কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে সেগুলো করেছিলাম। মাধ্যমিক পরীক্ষার আগে পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা ছিল, তার পুরোটা শেষ করেছিলাম। 


অন্যদিকে সৌনক বলে, "স্কুলের শিক্ষকরা খুবই সাহায্য করতেন। যখন অনলাইন ক্লাস চলত, রাত ১টা পর্যন্তও ফোন করে দেখেছি, ওঁরা সাড়া দিয়েছেন। আমাদের সাহায্য করেছেন। আমরা যাতে লক্ষ্যে স্থির থাকতে পারি তার অনুপ্রেরণা জোগাতেন।"