গ্রিজম্যানের জোড়া গোলে জার্মানিকে হারিয়ে ইউরোর ফাইনালে ফ্রান্স
ABP Ananda, web desk | 08 Jul 2016 01:28 AM (IST)
মার্সেই: জার্মান আধিপত্য ক্ষর্ব করে ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল ফ্রান্স। সেমিফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে ইউরো কাপের খেতাব থেকে আর একধাপ দূরে আয়োজক ফরাসিরা। খেলার প্রথমার্ধের একেবারে শেষদিকে ফ্রান্সকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন আঁতোয়া গ্রিজম্যান। এরপর দ্বিতীয়ার্ধের ২৭ মিনিটে ফের গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন এবারে ইউরোয় ফরাসি নায়ক সেই গ্রিজম্যানই। ফাইনালে পর্তুগালের বিরুদ্ধে লড়াই ফ্রান্সের।