প্যারিস: পরপর দুটো দুরন্ত ম্য়াচ উপহার দিয়েছিলেন। তৃতীয় রাউন্ড ও চতুর্থ রাউন্ডে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিলেন। দুটো ম্য়াচেই সাড়ে চার ঘণ্টার বেশি লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু বাধ সাধল হাঁটুর চোট। যার জন্য এবার ফরাসি ওপেন (French Open 2024) থেকে ছিটকে গেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। আয়োজকদের তরফেই জানিয়ে দেওয়া হয় যে জকোভিচ যে নাম তুলে নিয়েছেন। উল্লেখ্য, আর্জেন্তিনার ফ্রান্সিসকো সেরেনডুলোকে ৪ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াই শেষে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। কোয়ার্টার ফাইনালে জকোভিচের ম্যাচ ছিল ক্যাসপার রুডের সঙ্গে। কিন্তু জোকার সরে দাঁড়ানোয় ওয়াক ওভার পেয়ে গেলেন রুড।  


সাঁইত্রিশের জোকারের ফিটনেস বারবার টেনিস বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে। চলতি ফরাসি ওপেনে টানা দুটো ম্য়াচে যেভাবে প্রায় ৯ ঘণ্টার বেশি সময় ধরে তিনি কোর্টে দাপট দেখিয়েছিলেন, তা দেখে অনেকেই মুগ্ধ ছিলেন। কিন্তু গতকাল ম্য়াচ খেলার সময়ই হাঁটুতে চোট পান জোকার। যার পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। গতকালের ম্য়াচে পাঁচ সেটের লড়াইয়ে জোকার জয় ছিনিয়ে নিলেন। খেলার ফল সার্বিয়ান তারকার পক্ষে ৬-১, ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৩। গ্র্যান্ডস্লামে সবচেয়ে বেশি ৩৭০ তম ম্য়াচ জিতে ফেললেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তিনি টেক্কা দিয়ে দিলেন কিংবদন্তি রজার ফেডেরাররকে। ৩৬৯ গ্র্যান্ডস্লাম ম্য়াচ জয় ছিল সুইস সম্রাটের ঝুলিতে। গতকাল চতুর্থ রাউন্ডের খেলায় প্রথম সেটে ৬-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল জকোভিচ। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে পরপর হেরে যায় জোকার। এর আগের ম্য়াচে মুসেত্তির বিরুদ্ধেও এমনটাই হয়েছিল। 


 






টুর্নামেন্টে নিজের প্রথম ম্য়াচেই ছিটকে গিয়েছিলেন রাফায়েল নাদাল। তিনি হেরে গিয়েছিলেন আলেকজান্ডার জেভেরভের বিরুদ্ধে। এবার সরে দাঁড়ালেন জোকারও। ফরাসি ওপেন পেতে পারে নতুন কোনও চ্যাম্পিয়ন। 


আপাতত জেভেরভ, সিসিপাস, আলকারেজরা রয়েছেন প্রবল দাবিদার এবারের ফরাসি ওপেন খেতাব জয়ের। তালিকায় রয়েছেন জার্মানির ড্যানিল মেদভেদভও। 


আরও পড়ুন: কাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের অভিযান শুরু রোহিতদের, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?