কলকাতা: এই বছরের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024 results) রায়গঞ্জ লোকসভা আসনে জয় পেল বিজেপি। বিজেপির কার্তিক চন্দ্র পাল হারালেন তৃণমূলকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। তৃতীয় স্থানে রয়েছেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী আলি ইমরান রামজ।


বিজেপির কার্তিক চন্দ্র পাল পেয়েছেন ৫ লক্ষ ৬০ হাজার ৮৯৭ ভোট। তিনি তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন ৬৮ হাজার ১৯৭ ভোটে। তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী পেয়েছেন ৪ লক্ষ ৯২ হাজার ৭০০ ভোট। আমি ইমরান রামজ পেয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ২৭৩ ভোট 


এই আসন গত লোকসভা নির্বাচনে ছিল বিজেপির দখলে। এবার থেকে জিতে সাংসদ হয়েছিলেন দেবশ্রী চৌধুরী। এবার তাঁকে দক্ষিণ কলকাতা কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। আর এখানে নতুন মুখকে প্রার্থী করেছিল বিজেপি। তৃণমূলের তুরুপের তাস ছিল বিজেপি থেকে জিতে বিধায়ক হয়ে তৃণমূলে যাওয়া কৃষ্ণ কল্য়াণী। আর বাম-কংগ্রেসের বাজি ছিল আলি ইমরান রামজ। এই কেন্দ্রে সামান্য কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ছিল লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। 


এই লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে সাতটি বিধানসভা- ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 



আরও পড়ুন: রামভূমি অযোধ্যার ফৈজাবাদে পিছিয়ে BJP, এগিয়ে সপা