প্যারিস: এই নিয়ে তৃতীয়বার। ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন ইগা সোয়াটেক (Iga Swiatek)। পোল্যান্ডের (Poland) এই টেনিস সুন্দরী ফাইনালের লড়াইয়ে হারিয়ে দিলেন ক্যারোলিনা মুচোভাকে (Carolina Muchova)। খেলার ফল সোয়াটেকের পক্ষে ৬-২, ৫-৭, ৬-৪। এই নিয়ে টানা দ্বিতীয় গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন হলেন এই পোলিশ টেনিস সুন্দরী। ২০২০ সালে মাত্র ১৯ বছর বয়সে প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন রোলঁ গ্যারোজ়ে। এরপর থেকে ২০২২ সালেও ফ্রেঞ্চ ওপেন ও ২০২২ সালের ইউএস ওপেন খেতাব জেতেন সোয়াটেক। বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠে কোনও সেট হারেননি।
ওপেন টেনিসের যুগে নাওমি ওসাকা ও ইগা সোয়াটেকই একমাত্র টেনিস প্লেয়ার যাঁরা তাঁদের প্রথম চারটি গ্র্যান্ডস্লামের প্রত্যেকটিতেই জয়ী হয়েছেন। বেলজিয়ামের জাস্টিন হেনিন এর আগে ২০০৫, ২০০৬, ২০০৭ টানা তিনবার ফরাসি ওপেন জিতেছিলেন। এরপর সোয়াটেকই একমাত্র টেনিস সুন্দরী যিনি পরপর ২ বার ফ্রেঞ্চ ওপেন খেতাব জিতেছেন। সেরেনা উইলিয়ামস এর আগে সবচেয়ে কমবয়সি টেনিস প্লেয়ার হিসেবে চারবার গ্র্যান্ডস্লাম জিতেছিলেন। ১৯৯৯ ইউ এস ওপেন, ২০০২ ফরাসি ওপেন, ২০০২ উইম্বলডন ও ২০০২ ইউ এস ওপেন জিতেছিলেন। সোয়াটেক ২০২০, ২০২২, ২০২৩ ফরাসি ওপেন জিতেছেন ও ২০২২ সালের ইউ এস ওপেন জিতেছেন।
সোয়াটেক তাঁর দক্ষতা ও ধারাবাহিকতা ধরে রেখেছিলেন ম্যাচের প্রথম থেকেই। প্রথম সেটেই দুর্দান্ত ভাবে ম্যাচ জিতে নেন সোয়াটেক। মুচোভা পাল্টা লড়াই করেছিলেন কিন্তু তাঁর গতি বজায় রাখতে পারেননি, যার ফলে সোয়াটেককে নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন। দ্বিতীয় সেট জিতে নেন সোয়াটেক। এর আগে কোকো গফকে ৬-৪, ৬-২ সেটে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ইগা সোয়াটেক।
এদিকে, আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন নোভাক জকোভিচ ও ক্য়াসপার রুড। সেমিফাইনালে বিশ্বের ১ নম্বর কার্লোস আলকারাজকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করেন নোভাক। অন্যদিকে আলেকজান্ডার জেভেরেভকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ক্যাসপার রুড। কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ডস্লাম জয়ের সুবর্ণ সুযোগ রয়েছেন জোকারের সামনে। আর তা হলেই পুরুষদের টেনিস সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের মালিক হয়ে যাবেন তিনি।