প্যারিস: পাঁচ সেটের দুর্ধর্ষ লড়াই। প্রায় ৪ ঘণ্টা ৪০ মিনিট কোর্টে ঘাম জড়ানোর পর অবশেষে ফরাসি ওপেনের (French Open 2024) কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। তিন হারিয়ে দিলেন আর্জেন্তিনার তরুণ টেনিস তারকা ফ্রান্সিসকো সেরুনডোলোকে হারিয়ে দিলেন সার্বিয়ান টেনিস তারকা। পাঁচ সেটের লড়াইয়ে জোকার জয় ছিনিয়ে নিলেন। খেলার ফল সার্বিয়ান তারকার পক্ষে ৬-১, ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৩। গ্র্যান্ডস্লামে সবচেয়ে বেশি ৩৭০ তম ম্য়াচ জিতে ফেললেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তিনি টেক্কা দিয়ে দিলেন কিংবদন্তি রজার ফেডেরাররকে। ৩৬৯ গ্র্যান্ডস্লাম ম্য়াচ জয় ছিল সুইস সম্রাটের ঝুলিতে।


গতকাল চতুর্থ রাউন্ডের খেলায় প্রথম সেটে ৬-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল জকোভিচ। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় সেটে পরপর হেরে যায় জোকার। এর আগের ম্য়াচে মুসেত্তির বিরুদ্ধেও এমনটাই হয়েছিল। প্রথম সেট জয়ের পর টানা দুটো সেটে হেরে গিয়েছিলেন জকোভিচ। পরপর ৫-৭, ৩-৬ ব্যবধানে হেরে গিয়েছিলেন সার্বিয়ান তারকা। কিন্তু এরপরের টানা দুটো সেটে জয় ছিনিয়ে নেন জকোভিচ। 


 






এর আগে তৃতীয় রাউন্ডেও পিছিয়ে পড়েছিলেন জকোভিচ। ইতালির ২২ বছর বয়সি মুসেত্তির বিরুদ্ধে ম্য়াচে শেষ পর্য়ন্ত জয় ছিনিয়ে নিয়েছিলেন সার্বিয়ান তারকা। ম্য়াচে প্রথম সেটে ৭-৫ ব্যবধানে জয়ের পর টানা দুটো সেট হেরে যান সার্বিয়ান টেনিস তারকা। জকোভিচ টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেট দেড়ঘণ্টাতেও জিততে পারেননি। সেই সেটে ৬-৭(৬) ব্যবধানে জিতে নেন মুসেত্তি। তৃতীয় সেটেও ৬-৩ গেমে জিতে যান মুসেত্তি। ২০১৬ সালে শেষবার কোনও গ্র্যান্ডস্লামের চুতুর্থ রাউন্ডে পৌঁছানোর আগেই ছিটকে গিয়েছিলেন জোকার। কিন্তু এবার কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেন নিলেন জোকার। 


ফরাসি ওপেনে প্রথম রাউন্ডে রাফায়েল নাদাল হেরে গিয়েছিলেন। তিনি হারের পরই বলেছিলেন যে শরীর আর সঙ্গে দিচ্ছে না। কিন্তু ৩৭ ছুুঁইছুঁই জকোভিচের জন্য এই টুর্নামেন্ট তাই জয়ের সুযোগ আরও বেড়েছে। ২৪ টি গ্র্যান্ডস্লামের মালিক তিনি। এই টুর্নামেন্টে জিতলে ২৫টি গ্র্যান্ডস্লাম জিতবেন তিনি। এখনই গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে তিনি সবার আগে রয়েছেন। সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার পালা তাঁর কাছে।