প্যারিস: বয়স যে সংখ্যা, তা প্রমাণ করে দিয়েছিলেন বিশ্বের ১ নম্বর হয়েই। ৪৩ বছর বয়সে টেনিসে ডাবলসে বিশ্বের এক নম্বর হয়েছিলেন রোহন বোপান্না। সেটা যে ফ্লুক ছিল না, তার আরও একটা প্রমাণ দিলেন ফরাসি ওপেনে (French Open 2024)। টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন এই ইন্দো-অজি জুটি। তাঁরা হারিয়ে দিলেন বেলজিয়ামের জুটি স্যান্ডার গিলি ও জোরান ভিলিগেনকে। খেলার ফল বোপান্নাদের পক্ষে ৭(৭)-৬(৩), ৫-৭, ৬-১। উল্লেখ্য, এর আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলস খেতাব জিতেছিলেন বোপান্না-এবডেন জুটি। চলতি ফরাসি ওপেনে দ্বিতীয় বাছাই হিসেবে নেমেছেন বোপান্না জুটি।


চলতি বছরের মার্চে মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টে ফাইনালে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিলেন বোপান্নারা। ক্রোয়েশিয়ার ইভান ডডিগ ও আমেরিকার অস্টিন ক্র্যাজিসেক ম্য়ারাথন ফাইনালে হারিয়ে দেন বর্ষীয়ান এই ভারতের টেনিস তারকা ও তাঁর পার্টনার। খেলার ফল ছিল ৬-৭, ৬-৩, ১০-৬। চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন ছিল বোপান্নার কেরিয়ারের ১৭ তম অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ডস্লাম। সেখানেই পুরুষদে ডাবলসে নিজের প্রথম গ্র্য়ান্ডস্লাম জিতে নিয়েছিলেন। এর আগে ২০১৭ ফরাসি ওপেনে মিক্সড ডাবলসে খেতাব জিতেছিলেন ভারতীয় টেনিসের কিংবদন্তি।


 






ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন নোভাক জকোভিচ। হাঁটুর চোটের জন্য ছিটকে গিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন সেরেন্ডুরোকে হারিয়ে। কিন্তু এরপরও সরে দাঁড়ালেন। ফ্রান্সিসকো সেরুনডোলোকে হারিয়ে দিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। পাঁচ সেটের লড়াইয়ে জোকার জয় ছিনিয়ে নিয়েছিলেন। খেলার ফল ছিল সার্বিয়ান তারকার পক্ষে ৬-১, ৫-৭, ৩-৬, ৭-৫, ৬-৩। গ্র্যান্ডস্লামে সবচেয়ে বেশি ৩৭০ তম ম্য়াচ জিতে ফেলেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। রজার ফেডেরারকে টেক্কা দেন তিনি। ৩৬৯ গ্র্যান্ডস্লাম ম্য়াচ জয় ছিল সুইস সম্রাটের ঝুলিতে। ক্যাসপার রুডের বিরুদ্ধে নামার আগেই ঘোষণা করলেন যে আর পারছেন না হাঁটুর চোট নিয়ে টুর্নামেন্টে খেলা চালিয়ে যেতে। এরপর ফেল নাদাল ও জোকার কেউই এবারের ফরাসি ওপেনে আর থাকলেন না। নতুন কোনও প্লেয়ারই হয়ত ফরাসি ওপেন ট্রফি জিতবেন।