প্যারিস : দাপটে ফরাসি ওপেনের সেমিফাইনালে। টান টান ম্যাচে বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচকে উড়িয়ে দিলেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। চার সেটের ম্যাচে নাদালের পক্ষে ফলাফল ৬-২, ৪-৬, ৬-২ ও ৭-৬ ।  আর সাথে সাথে ফরাসি ওপেনের (French Open) সেমিফাইনালে পৌঁছে গেলেন স্প্যানিশ কিংবদন্তি।


সেমিফাইনালে জার্মানির আলেকজান্ডার ভেরেভের মুখোমুখি হচ্ছেন রোলা গ্যাঁরোয় ১৩ বারের চ্যাম্পিয়ন। এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারলেই মিলে যাবে রবিবারের ফাইনালের টিকিট।


আরও পড়ুন ; বিয়াল্লিশেও বাজিমাত! ফরাসি ওপেনে ডাবলসের সেমিতে রোহন বোপান্না


কোন পথে জয় ?


জকোভিচের বিরুদ্ধে ম্যাচে প্রথম সেটে এগিয়ে যান নাদাল। পরের সেটেই অবশ্য কামব্যাক করেন বিশ্বের এক নম্বর তারকা। তৃতীয় সেটে আবার দাপট দেখান স্প্যানিয়ার্ড। চতুর্থ সেটে জোরাল প্রত্যাবর্তনের চেষ্টা করেও শেষলাভ হয়নি জকোভিচের। শেষ হাসি হাসেন নাদালই। 


এই ফলাফলে কার্যত স্বপ্নভঙ্গ বিশ্বের এক নম্বর তারকার। কারণ, ২১টি গ্রান্ড স্ল্যামের লক্ষে এই টুর্নামেন্টে নেমেছিলেন জকোভিচ। যদিও তা সম্ভব হল না। এই মুহূর্তে রজার ফেডেরারের সঙ্গে এক মঞ্চে রয়েছেন জকোভিচ। ২০টি গ্রান্ড স্ল্যাম জিতেছেন।


নাদাল-জকোভিচ লড়াইয়ের পরিসংখ্যান- 


২০০৬ সালে ফরাসি ওপেনের মঞ্চেই প্রথমবার ২ টেনিস তারকা মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচে তৃতীয় সেটে লড়াইয়ের আগেই আহত হয়ে সরে দাঁড়ান জকোভিচ। ম্যাচ জিতে নেন নাদাল। এরপর থেকে ২ জনে এই কয়েক বছরে মোট ৫৮ বার মুখোমুখি হয়েছেন। সার্বিয়ান টেনিস তারকা টেক্কা দেন নাদালকে। মোট ৩০ বার জয় ছিনিয়ে নেন তিনি। নাদালের ঝুলিতে জয় ছিল ২৮টি। এই ম্যাচের জয়ের সঙ্গে সঙ্গে সেই পরিসংখ্যান আরও এক ধাপ বেড়ে গেল স্প্যানিয়ার্ডের পক্ষে। তবে, লাল মাটির কোর্টে নাদাল জকোভিচের থেকে লড়াইয়ে বরাবরই এগিয়ে থেকেছে। এদিকে এবার ফরাসি ওপেনেও কোনও সেটে না হেরে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিলেন নোভাক জকোভিচ।