ইন্দোর: বিস্ময়কর হলেও সত্যি। একটা সময় দলের স্কোর দ্বিতীয় ইনিংসে ছিল ৩ উইকেটে ৩৫। এরপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্যাটিং অর্ডার। আর কোনও রান না যোগ হয়েই ওই ৩৫ রানেই বুধবার অল আউট হয়ে গেল মধ্যপ্রদেশ। রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি-র ম্যাচে মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশের কাছে হারল ৩০৭ রানে।
ম্যাচের তৃতীয় দিনে মধ্যপ্রদেশ তাদের শেষ ছয় উইকেট হারাল ২৪ বলে। স্কোরবোর্ডে একটাও রান যোগ হয়নি। ১১ নম্বর ব্যাটসম্যান গৌরব যাদব চোটের জন্য ব্যাট করেননি।
অন্ধ্রের হয়ে ডান হাতি মিডিয়াম পেসার কেভি শশীকান্ত ১৮ রানে ছয় উইকেট দখল করেন। তাঁর আট ওভারের স্পেলে শশীকান্ত মধ্যপ্রদেশের শেষ ছয় উইকেটের মধ্যে পাঁচটি উইকেট দখল করেন।
দুই ওপেনিং বোলার শশীকান্ত ও বিজয়কুমার ছাড়া অন্ধ্রের আর কোনও বোলারকে দ্বিতীয় ইনিংসে বল করতে হয়নি। জয়ের জন্য ৩৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ ১৬.৪ ওভারেই অল আউট হয়ে যায়। বিজয়কুমার ১৭ রানে ৪ উইকেট দখল করেন।
মধ্যপ্রদেশের মাত্র দুই ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন। তাঁরা হলেন আর্যমান বিরলা (১২) এবং যশ দুবে (১৬)। ছয় ব্যাটসম্যান খাতা না খুলেই ফিরে যান প্যাভিলিয়নে।
৩৫/৩ থেকে ৩৫ রানেই অলআউট মধ্যপ্রদেশ, রঞ্জি ম্যাচে হার অন্ধ্রপ্রদেশের কাছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jan 2019 10:17 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -