মুম্বই: কয়েকদিন আগেই বিজেপি সভাপতি অমিত শাহ শিবসেনাকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, লোকসভা নির্বাচনের আগে বোঝাপড়া না হলে তাঁরা প্রাক্তন জোটসঙ্গীকে পর্যুদস্ত করবেন। আজ তারই জবাব দিলেন শিবসেনা নেতা রামদাস কদম। তাঁর পাল্টা তোপ, বিজেপি-কে শেষ করে দেবেন।


কেন্দ্রে ও মহারাষ্ট্রে শিবসেনা এখনও বিজেপি-র জোটসঙ্গী। তবে বেশ কিছুদিন ধরেই দু’দলের সম্পর্ক বেশ খারাপ। লোকসভা নির্বাচনে এই দুই দলের জোট থাকবে কি না, সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিজেপি সভাপতির বক্তব্যে জোটে ফাটল স্পষ্ট হয়ে গিয়েছে। আজ কদম আবার সুর চড়িয়ে বলেছেন, ‘বিজেপি পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে শোচনীয়ভাবে হেরে গিয়েছে। মহারাষ্ট্রে এসে আমাদের হুমকি দিলে শেষ করে দেব। বিজেপি যেন ভুলে না যায়, মোদীঝড় সত্ত্বেও আমরা ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে ৬৩টি আসন পেয়েছিলাম।’ এই শিবসেনা নেতা আর্থিকভাবে পিছিয়ে থাকা উচ্চবর্ণদের জন্য শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণের বিষয়েও বিজেপি-কে সমর্থন করছেন না।