লন্ডন: ভারতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরী বলে মনে করা হচ্ছে তাঁকেই। সেই তরুণ উইকেটরক্ষ-ব্যাটসম্যান ঋষভ পন্ত। এবার তাঁর কেরিয়ারের শুরুতে সাফল্যের ক্ষেত্রে ধোনির পরামর্শ তাঁকে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি। আইপিএলের চুক্তি থেকে শুরু করে কিপিংয়ের টিপস, মাহি-মন্ত্রে উপকৃত তিনি।
বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাত্কারে ঋষভ বলেছেন, যখন সাহায্যের প্রয়োজন হয়েছে, তখনই মাহি ভাইয়ের কাছে চেয়েছি। আইপিএল চুক্তি থেকে শুরু করে উইকেট কিপিং, প্রত্যেক বিষয়েই তিনি আমাকে পরামর্শ দিয়েছেন।
২০ বছরের ঋষভ বলেছেন, মাহিভাই আমাকে সবসময়ই বলেন, কিপিংয়ের ক্ষেত্রে মাথাও হাতের সমন্বয়টা খুবই গুরুত্বপূর্ণ। শরীরের ভারসাম্যের বিষয়টি পরে ভাবলেও চলে।তাঁর এই পরামর্শ আমাকে প্রচুর সাহায্য করেছে।
বাঁহাতি ঋষভ বলেছেন, ভারতের ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো। সেখানে সবসময়ই একটা ইতিবাচক মানসিকতা থাকে। ঋষভ বলেছেন, ভারতীয় ড্রেসিংরুমে সবাই সবাইকে সাহায্য করে এবং একে অপরের পাশে দাঁড়ায়।

আইপিএলে দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের দলে ঋষভকে রাখা হয়নি। কিন্তু ভারত এ দলের হয়ে ইংল্যান্ডের মাটিতে ধৈর্য্যশীল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট দলে দীনেশ কার্তিকের ব্যাক আপ উইকেটরক্ষক হিসেবে তাঁকে নেওয়া হয়েছে। ইংল্যান্ডে তাঁর পারফরম্যান্স ভারত এ দলের কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসা আদায় করে নিয়েছে।

ঋষভের ভবিষ্যত উজ্জ্বল বলে অনেকেই মনে করেন। প্রাক্তন উইকেটরক্ষক কিরণ মোরে মনে করছেন, ভবিষ্যতের অ্যাডাম গিলক্রিস্ট হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ঋষভের। এ ব্যাপারে ঋষভ বলেছেন, অ্যাডাম গিলক্রিস্ট আমার আদর্শ। আমি ছোটবেলা থেকে ওঁর খেলা দেখে এসেছি। কিন্তু এই মুহূর্তে অনেকের থেকেই অনেক কিছু শিখছি। যেমন রাহুল দ্রাবিড় স্যর, অজিঙ্ক রাহানে, বিরাট কোহালি। আমি প্রতিদিন নিজের খেলায় উন্নতি করতে চাই।
টেস্ট দলে সুযোগ পাওয়ায় তাঁর অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হলে ঋষভ বলেছেন, আমি সবদিনই টেস্ট দলে সুযোগ পেতে চাইতাম। এবার টেস্ট দলে সুযোগ পাওয়ায় স্বপ্ন সত্যি হল বলে মনে হচ্ছে। এটা দারুণ একটা অনুভূতি। শুধু আমিই নয়,আমার পরিবার, কোচ তারেক সিনহা স্যর-সবাই খুব খুশি।