নয়াদিল্লি: ম্যাচ গড়াপেটায় রাজি না হওয়ায় হুমকির মুখে পড়ে ৬ বছর আগে পাকিস্তান ছেড়ে পালিয়ে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন জুলকারনাইন হায়দর। মাত্র একটি টেস্ট এবং চারটি একদিনের ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দেন এই উইকেটকিপার। এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন টি-২০ টুর্নামেন্টে খেলার পাশাপাশি টেনিস বল টুর্নামেন্টে খেলে অর্থ রোজগার করছেন।
পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘টেনিস বল টুর্নামেন্ট খেলেও অর্থ রোজগার করা যায়। আমার এক বন্ধুর কথায় সংযুক্ত আরব আমিরশাহীতে টেনিস বল টুর্নামেন্টে খেলতে আসি। এই ধরনের ম্যাচের জনপ্রিয়তা বাড়লে ক্রিকেটারদের সামনে বিপুল অর্থ রোজগার করার সুযোগ থাকবে।’
পাকিস্তান ছেড়ে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর তৎকালীন অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের সহায়তায় একটি ব্যাঙ্কে চাকরি পান জুলকারনাইন। তিনি বলেছেন, চাকরি পাওয়ায় তাঁর সুবিধা হয়। চাকরির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় খেলছেন তিনি। পাকিস্তানের হয়ে ফের খেলার ইচ্ছা রয়েছে এই উইকেটকিপারের। তাঁর বক্তব্য, যাঁদের জন্য দেশ ছেড়ে পালাতে হয়েছিল, তাঁরা এখন আর জাতীয় দলে নেই। এখন পাকিস্তানের পরিস্থিতি অনেক ভাল। বর্তমানে জাতীয় দলের কোনও সদস্যের সঙ্গেই তাঁর সমস্যা নেই। তাই জাতীয় দলে তিনি ফিরতেই পারেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
টেস্ট ছেড়ে এখন টেনিস বল টুর্নামেন্টে পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার
Web Desk, ABP Ananda
Updated at:
05 Dec 2016 06:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -