কিংস্টন: অসাধারণ শতরান করে টেস্ট বাঁচিয়ে দেওয়ার জন্য রস্টন চেসকে প্রশংসায় ভরিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। তাঁর আশা, এভাবেই খেলে যাবেন চেস।

 

জামাইকায় দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর ক্যারিবিয়ান অধিনায়ক বলেছেন, তিনটি পার্টনারশিপই পার্থক্য গড়ে দিয়েছে। পঞ্চম দিনের শুরুতে চেস ও জারমেইন ব্ল্যাকউডের পার্টনারশিপ ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ বাঁচানোর দিকে অনেকটা এগিয়ে দেয়। তারপর শেন ডাউরিচও ভাল ব্যাটিং করেছে। ব্ল্যাকউড ও ডাউরিচ অর্ধশতরান করে দলকে সাহায্য করেছে।

 

হোল্ডার স্বীকার করেছেন, তাঁরা ধারাবাহিকভাবে ভাল খেলতে পারছেন না। ব্যাটিং, বোলিংয়ে অনেক উন্নতি করতে হবে। তবে চেস সবে খেলা শুরু করেছেন। আশা করা যায়, তিনি দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন।

 

অ্যান্টিগায় প্রথম টেস্টে যেভাবে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ, জামাইকায় তার চেয়ে অনেক উন্নতি হয়েছে বলেই মনে করছেন হোল্ডার। তাঁর মতে, সব ব্যাটসম্যানই ধৈর্য ধরে উইকেটে টিকে ছিলেন। ভারতের বোলারদের কাজটা তাঁরা কঠিন করে দিয়েছিলেন। দর্শক সমর্থনও কাজে লেগেছে। সবাই লড়াই করে ম্যাচ বাঁচিয়ে দিতে পেরেছেন।

 

ম্যান অফ দ্য ম্যাচ চেস বলেছেন, কোণঠাসা অবস্থা থেকে নিজে ভাল খেলে দলকে ম্যাচ ড্র করাতে পেরে তিনি খুশি। অধিনায়ক লড়াই করতে বলেছিলেন। যুদ্ধক্ষেত্রে লড়াই করার মানসিকতা নিয়েই তাঁরা মাঠে নেমেছিলেন। তাঁরা ভেবে নিয়েছিলেন, যুদ্ধ চলছে। কোনওভাবেই মৃত্যুবরণ করা চলবে না। ব্যাটিং করার সময় ডাউরিচকে তিনি বলেছিলেন, তাঁদের দু জনের মধ্যে একজন শতরান করতে পারলেই ম্যাচ বেঁচে যাবে। সেটা তিনি করতে পেরেছেন।