নয়াদিল্লি: প্রাক্তন তারকা স্পিনার বিষেণ সিংহ বেদী তাঁর ছেলে অঙ্গদকে দিল্লির বয়সভিত্তিক দলে অন্যায়ভাবে সুযোগ পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করলেন গৌতম গম্ভীর। এই প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে বিজেপি সাংসদ এর আগে নবদীপ সাইনির দিল্লির রঞ্জি দলে খেলা আটকানোর চেষ্টা করা নিয়েও বেদী ও চেতন চৌহানকে আক্রমণ করেন। ফের বেদীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন গম্ভীর।


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেন ডানহাতি পেসার নবদীপ। তিনি ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। এরপরেই গম্ভীর ট্যুইট করেন, ‘ভারতের হয়ে অভিষেকে যে পারফরম্যান্স দেখিয়েছে, তার জন্য নবদীপ সাইনিকে কুর্ণিশ জানাই। তুমি বল করার আগেই দু’টি উইকেট পেয়ে গিয়েছিলে। সেই উইকেটগুলি হল বিষেণ বেদী ও চেতন চৌহানের। মাঠে নামার আগেই যে ক্রিকেটারের শোকগাথা লিখে ফেলেছিলেন, তার অভিষেক হচ্ছে দেখে তাঁদের মিডল স্টাম্প উড়ে যায়।’

গম্ভীরের এই আক্রমণের জবাবে বেদী বলেছেন, ‘আমি মনে করি না যে আমাকেও নীচে নামতে হবে। আমি ট্যুইটারে কোনও মন্তব্যের জবাব দেব না। আমি কোনওদিন নবদীপ সাইনির বিষয়ে নেতিবাচক মন্তব্য করিনি। আমি আরও মনে করি, যদি কেউ সাফল্য পেয়ে থাকে, তাহলে সেটার কৃতিত্ব সেই ক্রিকেটারের, অন্য কারও না।’