দেখুন, কাশ্মীরে টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের সঙ্গে ভলিবল খেলছেন ধোনি
Web Desk, ABP Ananda | 05 Aug 2019 11:31 AM (IST)
১৫ অগাস্ট পর্যন্ত প্যারাশুট রেজিমেন্টের জওয়ানদের সঙ্গে থাকবেন ধোনি।
শ্রীনগর: ক্রিকেট থেকে অনেক দূরে এখন টেরিটোরিয়াল আর্মির ১০৬ ব্যাটালিয়নের (প্যারাশুট রেজিমেন্ট) হয়ে দায়িত্ব পালন করছেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক না থাকলেও, খেলা থেকে দূরে থাকছেন না ধোনি। তাঁকে সেনা জওয়ানদের সঙ্গে ভলিবল খেলতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। ১৫ অগাস্ট পর্যন্ত প্যারাশুট রেজিমেন্টের জওয়ানদের সঙ্গে থাকবেন ধোনি। তিনি এই বাহিনীর হয়ে টহলদারি, প্রহরা সহ যাবতীয় দায়িত্ব পালন করছেন। ভারতীয় দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত। সেই সময় অন্য জগতে ধোনি।