লডারহিল: দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ওয়েস্ট ইন্ডিজকে ২২ রানে হারিয়ে টি-২০ সিরিজ জিতে নিল ভারতীয় দল। তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে বিরাট কোহলিরা। বাকি আর একটি ম্যাচ। সেটি এখন নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।


শনিবার সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় পায় ভারত। গতকাল দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই থেমে যায়। সেই সময় ভারতের ৫ উইকেটে ১৬৭ রানের জবাবে ১৫.৩ ওভারে ৪ উইকেটে ৯৮ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর বজ্রপাত ও বৃষ্টির জন্য আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ডাকওয়ার্থ-লুইস নিয়মে পার স্কোরের চেয়ে ২২ রান কম ছিল ক্যারিবিয়ানদের। ফলে ভারত জিতে যায়।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মার ৫১ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে লড়াই করার মতো রান করে ভারত। রোহিতের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও তিনটি ছক্কা। এই ইনিংসেই ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ভেঙে দেন রোহিত। এখন টি-২০ আন্তর্জাতিকে তাঁর ছক্কার সংখ্যা ১০৭। গেইলের ছক্কা ১০৫টি।

রোহিতের রেকর্ড গড়ার দিনেই ভারতের অধিনায়ক বিরাটও একটি নজির গড়েন। তিনি ভারতীয়দের মধ্যে টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী। এই ম্যাচে ২৮ রান করেন বিরাট। ক্রুণাল পাণ্ড্য ১৩ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ক্যারিবিয়ানদের হয়ে ওশানে টমাস ও শেলডন কট্রেল দু’টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ানরা আট রানের মধ্যেই সুনীল নারিন (৪) ও ইভিন লিউইসের (০) উইকেট হারায়। এরপর অবশ্য নিকোলাস পুরাণ (১৯) ও রভম্যান পাওয়েলের (৫৪) জুটি ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে ফেরায়। এই দু’টি উইকেট নিয়ে ম্যাচের পাল্লা ভারতের দিকে ঝুঁকিয়ে দেন ক্রুণাল। তাঁর স্পেলটাই শেষপর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়।