পন্থের উপর চাপ বাড়ানো ঠিক নয়, পাশে দাঁড়ানো উচিত টিম ম্যানেজমেন্টের, মত গম্ভীরের
Web Desk, ABP Ananda | 26 Sep 2019 06:42 PM (IST)
ধোনির অবসর প্রসঙ্গে প্রশ্নের জবাবে গম্ভীর বলেছেন, আমি সবসময় মনে করি, অবসরের সিদ্ধান্ত সবারই ব্যক্তিগত।
নয়াদিল্লি: ভারতীয় দলের হয়ে একের পর এক ম্যাচে ব্যর্থতার জন্য দেশজুড়ে সমালোচনার মুখে পড়া তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর। এই প্রাক্তন ক্রিকেটারের মতে, পন্থের উপর চাপ বাড়ানো উচিত নয়। তাঁর পাশে দাঁড়ানো উচিত টিম ম্যানেজমেন্টের। একটি অনুষ্ঠানে গিয়ে পন্থের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গম্ভীর বলেন, ‘আমার মতে, যদি একজন তরুণ খেলোয়াড়ের উপর যাবতীয় নজর দেওয়া হয়, তাহলে যে সবে এক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, সে চাপে পড়ে যাবেই। এই স্বল্প সময়ের মধ্যে ও টেস্টে দু’টি শতরান করেছে। ওর শট নির্বাচন কারও অপছন্দ হতেই পারে। কিন্তু এটাই ওর খেলার ধরন। দলে সুযোগ দিলে ওর পাশে দাঁড়ানো উচিত। এত তাড়াতাড়ি ওর সমালোচনা করা ঠিক নয়।’ গম্ভীর আরও বলেন, ‘শুধু বিরাটেরই (কোহলি) নয়, কোচ রবি শাস্ত্রীরও পন্থের সঙ্গে কথা বলা উচিত। যদি কোনও খেলোয়াড় ফর্মে না থাকে, যদি কারও শট নির্বাচন ঠিক না হয়, তাহলে সে যাতে ছন্দে ফিরতে পারে সেটার জন্য তার সঙ্গে কথা বলা টিম ম্যানেজমেন্টের কর্তব্য। তাকে স্বাধীনতা দেওয়া উচিত।’ ধোনির অবসর প্রসঙ্গে প্রশ্নের জবাবে গম্ভীর বলেছেন, ‘আমি সবসময় মনে করি, অবসরের সিদ্ধান্ত সবারই ব্যক্তিগত। নির্বাচকদের ধোনির সঙ্গে কথা বলে ওর পরিকল্পনা জেনে নেওয়া উচিত। কারণ, যদি কেউ ভারতের হয়ে খেলে, তাহলে সে নিজে যে সিরিজে খেলতে চাইবে শুধু সেটাতেই খেলবে এমন হতে পারে না।’