নয়াদিল্লি: এ বছরের গোড়ায় দিল্লির কোচ কে পি ভাস্করের সঙ্গে বচসায় জড়িয়ে চার ম্যাচ সাসপেন্ড হলেন গৌতম গম্ভীর। এই ঘটনা খতিয়ে দেখার জন্য চার সদস্যের কমিটি গড়েছিল দিল্লি ক্রিকেট সংস্থা। সেই কমিটির সদস্য ছিলেন বিচারপতি বিক্রমজিৎ সিংহ, প্রাক্তন ক্রিকেটার মদনলাল, রাজেন্দ্র রাঠৌর এবং আইনজীবী সোনি সিংহ। সেই তদন্ত কমিটি বলেছে, গম্ভীরের আচরণ যথাযথ ছিল না। সেই কারণেই তাঁকে চার ম্যাচ সাসপেন্ড করা হচ্ছে। তবে বিচারপতি সেন জানিয়েছেন, গম্ভীর এই রায় মেনে নিলে এবং একই অন্যায় আর না করলে ২০১৯ সালের ৩০ মার্চ পর্যন্ত এই সাজা কার্যকর হবে না।
দিল্লির হয়ে ওড়িশায় খেলতে গিয়ে কোচের সঙ্গে ঝামেলায় জড়ান গম্ভীর। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন ভাস্কর। গম্ভীরও কোচের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। দু জনের সঙ্গে কথা বলেই গম্ভীরের সাজার কথা ঘোষণা করল তদন্ত কমিটি।
দিল্লির কোচের সঙ্গে বচসা, চার ম্যাচ সাসপেন্ড গম্ভীর
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jun 2017 06:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -