ইন্দৌর: কাল থেকে শুরু হতে চলা ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টে প্রথম একাদশে থাকছেন অভিজ্ঞ ব্যাটসম্যান গৌতম গম্ভীর। আজ ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। শিখর ধবন ও লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ায় এই ম্যাচে গম্ভীরকে খেলানো ছাড়া ভারতীয় দলের অন্য কোনও উপায়ও নেই। বাঙ্গার সেই বিষয়টাই উল্লেখ করে বলেছেন, ‘লোকেশ রাহুল ও শিখর ধবন অসময়ে চোট পাওয়ায় গৌতম গম্ভীরের প্রথম একাদশে থাকা নিশ্চিত হয়ে গিয়েছে। স্পিন বোলিংয়ের বিরুদ্ধে গম্ভীরের দক্ষতা প্রমাণিত। দেশের মাটিতে আমরা পরপর টেস্ট ম্যাচ খেলব। সেখানে টপ অর্ডারে গম্ভীরের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।’

ধবন চোট পাওয়াতেই ইডেনে সিরিজের দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পান গম্ভীর। তবে তিনি প্রথম একাদশে সুযোগ পাননি। এবার অবশ্য খেলার সুযোগ পেতে চলেছেন। গম্ভীরের প্রশংসা করে বাঙ্গার বলেছেন, ‘গম্ভীর একজন ভাল মানের ক্রিকেটার। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং রাজ্য দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। দলীপ ট্রফিতে সুযোগ পেয়েই তিনি সর্বোচ্চ রান করেছেন। অনেক ব্যাটসম্যানই গোলাপী বলে ভাল ব্যাটিং করতে পারেননি। কিন্তু গম্ভীর অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। দলে সুযোগ পাওয়ার সব শর্তই পূরণ করেছেন তিনি।’


 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পর ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। তার আগে গম্ভীরের পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলিরও প্রশংসা করেছেন বাঙ্গার। তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে অসাধারণ ব্যাটিং করেছিলেন কোহলি। দ্বিশতরান করার পাশাপাশি অন্য ম্যাচগুলিতেও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। ইডেন টেস্টে দ্বিতীয় ইনিংসে বিরাট ও রোহিত শর্মার পার্টনারশিপই ভারতকে ম্যাচ জিততে সাহায্য করেছে। সবসময় বেশি রান করা সম্ভব হয় না। তবে স্বল্প অবদানও দলকে সাহায্য করে। সেটাই করে চলেছে বিরাট। আমি নিশ্চিত, ও বড় রান করবে।’

ভারতের বর্তমান দল নিয়ে আশাবাদী বাঙ্গার। তাঁর বক্তব্য, এই দলটা ১২ থেকে ১৫ মাস ধরে একসঙ্গে খেলছে। কোনও অবস্থাতেই হারার কথা ভাবে না এই দল। সবারই নিজের দক্ষতার প্রতি আস্থা আছে। মাঠে পারফরম্যান্সে তার প্রতিফলন দেখা যায়।