একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা
Web Desk, ABP Ananda | 06 Oct 2016 03:48 PM (IST)
ডারবান: একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার ৩৭১ রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে চার বল বাকি থাকতেই জয়ের রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের নায়ক ডেভিড মিলার। এই ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সাত বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডও দক্ষিণ আফ্রিকার দখলে। সেটাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। ২০০৬ সালে জোহাসেনবার্গে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেবারের মতোই আরও একটি রোমহর্ষক ম্যাচ উপহার দিল দু দল। কিংসমিডে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের ১১৭, অধিনায়ক স্টিভ স্মিথের ১০৮ এবং অ্যারন ফিঞ্চের ৫৩ রানের সুবাদে ৩৭১ রান করে অস্ট্রেলিয়া। বিশাল স্কোর তাড়া করতে নেমে শুরুটা ভালভাবেই করে প্রোটিয়ারা। দুই ওপেনার হাশিম আমলা (৪৫) ও কুইন্টন ডি কক (৭০) ইনিংসের সূচনাটা ভাল করলেও মিডল অর্ডার বড় রান করতে ব্যর্থ হয়। ফাফ ডু প্লেসি (৩৩), রিলি রসু (১৮), জে পি ডুমিনিরা (২০) দ্রুত প্যাভিলিয়নে ফেরার পর প্রায় একা হাতে দলকে জেতান মিলার। তাঁকে সাহায্য করেন অ্যান্ডিল ফেলুকবায়ো (৪২ অপরাজিত)। ব্যাট করতে নেমে কুঁচকিতে চোট পান মিলার। তা সত্ত্বেও তিনি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতায় প্রোটিয়া শিবির স্বভাবতই উল্লসিত। অন্যদিকে, ৩৭১ রান তুলেও হারতে হওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ হতাশ।