এর আগে ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংহও এই বিতর্কে গম্ভীরের পাশে দাঁড়ান। নির্বাচনী প্রচারপত্রে অতিশি সম্পর্কে ‘অশ্লীল ও সম্মানহানিকর’ মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন গম্ভীর। তিনি এই অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও দাবি করেছেন। পাশাপাশি, অতিশি, আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরীবাল ও দিল্লির মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়ার বিরুদ্ধে মানহানির মামলাও করেছেন গম্ভীর। মহিলাদের অসম্মান করতে পারেন না গম্ভীর, বিতর্কে পাশে দাঁড়িয়ে মন্তব্য ইউসুফ পঠানের
Web Desk, ABP Ananda | 11 May 2019 04:45 PM (IST)
ট্যুইট করে পঠান জানিয়েছেন, ‘গৌতম গম্ভীর একজন সম্মাননীয় ব্যক্তি। তিনি কোনও মহিলাকে অসম্মান করতে পারেন না।’
নয়াদিল্লি: আম আদমি পার্টির প্রার্থী অতিশি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ নিয়ে বিতর্কে এবার প্রাক্তন সতীর্থ ইউসুফ পঠানকেও পাশে পেলেন পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর। ট্যুইট করে পঠান জানিয়েছেন, ‘গৌতম গম্ভীর একজন সম্মাননীয় ব্যক্তি। তিনি কোনও মহিলাকে অসম্মান করতে পারেন না।’