মুম্বই: রবিবার মাদার্স ডে। তার আগেই নানারকম আবেগীবার্তায় ভাসছে সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষের পাশপাশি নানারকম ভিডিও ও ছবি শেয়ার করছেন সেলিব্রিটিরাও। এরই মধ্যে মাদার্স ডে-র প্রাক্কালে একটি গানের ভিডিও শেয়ার করলেন অমিতাভ বচ্চন। টুইটারে ভিডিওর পাশাপাশি একটি আবেগী বার্তাও দিয়েছেন বিগ বি। 'মা' গানটিতে এক শিশুশিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি।

নিজের টুইটার হ্যান্ডেলে গানটি শেয়ার করে বিগ বি লিখেছেন,  "আগামীকাল মাদার্স ডে উপলক্ষ্যে এটি একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি, সুজিত সরকারের সৃষ্টি, অনুজ গর্গের সুর ও তাঁর ছেলের কণ্ঠ, কথা পুনীত শর্মার...আর আমার কণ্ঠ! "


 

মন ছুঁয়ে যাওয়া এই গানটি শুরু হয়েছে সাহসী, অনুপ্রেরণাদায়ক অনেক মায়েদের সাদা-কালো ছবি দিয়ে। সঙ্গে তাঁদের জন্ম-মৃত্যুর তারিখও উল্লেখ করা হয়েছে।

মা তেজী বচ্চনের সঙ্গে ছোটবেলার অমিতাভের ছবিও আছে গানটিতে। শাড়ি পরিহিতা মায়ের পাশে ফর্মাল পোশাকে বিগ বি!

গানটি শেষ হয়েছে একটি মনকাড়া কথা দিয়ে। "তুম আজ ভি মেরে পাস হো...মা।"

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে এই গান।