বেঙ্গালুরু: দুই পৃথক ভুল। কিন্তু সাজা এক। জরিমানা। গৌতম গম্ভীর, বিরাট কোহলিকে জরিমানা দিতে হবে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) গত সোমবারের আইপিএল ম্যাচে দুজনেই টুর্নামেন্টের আচরণবিধি ভেঙেছেন। ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বিরাটকে।
দু দলের ম্যাচ চলাকালে কেকেআরের ক্যাপ্টেন গম্ভীরকে মাঠে চেয়ারে লাথি মারতে দেখা যায়। আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কলকাতা নাইট রাইডার্স টিমের গৌতম গম্ভীরকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে ম্যাচের দিন ‘মাঠের সরঞ্জামের ক্ষতি করে’ আইপিএলের আচরণবিধি ভাঙায় ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এও বলা হয়েছে, গম্ভীর ম্যাচের মধ্যে ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের জিনিসপত্র বা আসবাব ভাঙা সংক্রান্ত লেভেল ওয়ান অপরাধ (আর্টিকল ২.১.৮) করার কথা স্বীকার করেছেন। আইপিএল আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের ব্যাপারে ম্যাচ রেফারির সিদ্ধান্ত, নির্দেশই চূড়ান্ত।
কোহলির জরিমানা হয়েছে ওই ম্যাচে তাঁর দলের স্লো ওভার রেটের জন্য। যেহেতু এই সিজনে আইপিএলের ন্যূনতম ওভার রেট অফেন্স সংক্রান্ত আচরণবিধির আওতায় এই নিয়ে দ্বিতীয়বার তাঁর বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ উঠল, সেজন্য তাঁর জরিমানা ধার্য হয়েছে ২৪ লক্ষ টাকা। তাঁর দলের বাকিদের প্রত্যেকের মাথাপিছু ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা হয়েছে।
আইপিএল আচরণবিধি ভাঙায় বিরাটের ২৪ লক্ষ টাকা জরিমানা, গম্ভীরের ম্যাচ ফি-র ১৫ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2016 09:25 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -