নয়াদিল্লি: ২০১১ সালে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে ৯৭ রানে আউট হয়ে যাওয়ার জন্য তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকেই দায়ী করলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের এই প্রাক্তন বাঁ হাতি ওপেনার একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ৯৭ রানে ব্যাটিং করার সময় কী হয়েছিল, এই প্রশ্ন বহুবার করা হয়েছে। আমি সবাইকে বলেছি, ৯৭ রানে পৌঁছনোর আগে পর্যন্ত ব্যক্তিগত স্কোরের কথা ভাবিনি। আমি শুধু টার্গেটের কথাই ভাবছিলাম। আমার মনে আছে, একটি ওভার শেষ হওয়ার পর ধোনি আমাকে বলে, আর তিন রান বাকি আছে। সেটা করতে পারলেই শতরান হয়ে যাবে। এই কথা শুনেই আমার মনঃসংযোগ নষ্ট হয়ে যায়।’


গম্ভীর আরও বলেছেন, ‘কেউ যদি হঠাৎ ব্যক্তিগত পারফরম্যান্স, ব্যক্তিগত স্কোরের কথা ভাবতে শুরু করে, তাহলে অন্যরকম কিছু করার চেষ্টা করে। ধোনি আমাকে শতরানের কথা মনে করিয়ে দেওয়ার আগে পর্যন্ত শুধু শ্রীলঙ্কার টার্গেটের কথাই ভাবছিলাম। সেটার কথাই যদি মাথায় থাকত, তাহলে হয়তো সহজেই শতরান করে ফেলতাম। কারণ, ৯৭ রানের আগে পর্যন্ত আমি বাস্তবের জগতে ছিলাম। কিন্তু যখনই আমার মনে হল, আর মাত্র তিন রান করলেই শতরান হয়ে যাবে, তখন সেই ভাবনাটাই আমাকে পেয়ে বসল।’

বিশ্বকাপ ফাইনালে ১১৪ রানে ভারতের ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে ১০৯ রান যোগ করেন গম্ভীর ও ধোনি। এই ইনিংসটাই ভারতের জয় নিশ্চিত করে। তবে দারুণ ইনিংস খেলেও, নায়ক হতে পারেননি গম্ভীর।