গম্ভীর আরও বলেছেন, ‘কেউ যদি হঠাৎ ব্যক্তিগত পারফরম্যান্স, ব্যক্তিগত স্কোরের কথা ভাবতে শুরু করে, তাহলে অন্যরকম কিছু করার চেষ্টা করে। ধোনি আমাকে শতরানের কথা মনে করিয়ে দেওয়ার আগে পর্যন্ত শুধু শ্রীলঙ্কার টার্গেটের কথাই ভাবছিলাম। সেটার কথাই যদি মাথায় থাকত, তাহলে হয়তো সহজেই শতরান করে ফেলতাম। কারণ, ৯৭ রানের আগে পর্যন্ত আমি বাস্তবের জগতে ছিলাম। কিন্তু যখনই আমার মনে হল, আর মাত্র তিন রান করলেই শতরান হয়ে যাবে, তখন সেই ভাবনাটাই আমাকে পেয়ে বসল।’
বিশ্বকাপ ফাইনালে ১১৪ রানে ভারতের ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে ১০৯ রান যোগ করেন গম্ভীর ও ধোনি। এই ইনিংসটাই ভারতের জয় নিশ্চিত করে। তবে দারুণ ইনিংস খেলেও, নায়ক হতে পারেননি গম্ভীর।