নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউনের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ত্রয়োদশ সংস্করণের আয়োজনের সম্ভাবনা কার্যত বিশ বাঁও জলে। এরইমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে জল্পনা আরও জোরাল হয়েছে।  বর্তমান পরিস্থিতিতে ধোনির জাতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়েই দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি বলেছেন, এ বছর আইপিএল না হলে টি ২০ বিশ্বকাপে ধোনির ভারতীয় দলে প্রত্যাবর্তন খুবই মুশকিল হয়ে যাবে।

গম্ভীর বলেছেন, এ বছর আইপিএল না হলে ধোনির দলে ফেরা মুশকিল হয়ে যাবে। গত দেড় বছর ক্রিকেটের মধ্যেই নেই মাহি। আইপিএল খেলা না হলে পারফর্ম করবেন কোথায়? কোন যুক্তিতেই বা তাঁকে দলে নেওয়া হবে? আইপিএল না হলে ধোনি দলে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। ভারতের হয়ে সেই-ই প্রতিনিধিত্ব করতে পারে, যে ভারতের হয়ে ম্যাচ জেতাতে পারে। এই খেলোয়াড়ই একমাত্র ভারতীয় দলে জায়গা পেতে পারে।

২০১৯-এর বিশ্বকাপের সেমিফাইনালে নীল জার্সিতে শেষবার দেখা গিয়েছিল মাহিকে।

ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গম্ভীর বলেছেন, টি ২০ বিশ্বকাপে লোকেশ রাহুল ধোনির বিকল্প হবেন। তিনি বলেছেন, ধোনির সবচেয়ে ভালো বিকল্প রাহুল। সীমিত ওভারের ক্রিকেটে যখন থেকে ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছে, তখন থেকেই ওপর পারফরম্যান্স সবার নজরে পড়েছে।