এখনও দুরন্ত ফিটনেস রয়েছে, আরও অন্তত তিনটি আইপিএল খেলবে ধোনি, বললেন লক্ষ্মণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2020 07:13 PM (IST)
সুনীল জোশীর নেতৃত্বে নতুন নির্বাচক কমিটির ধোনির সঙ্গে আলোচনা করা উচিত বলেও মনে করেন লক্ষ্মণ।
নয়াদিল্লি: তাঁর অবসরের সম্ভাবনা নিয়ে যতই জল্পনা চলুক না কেন, মহেন্দ্র সিংহ ধোনি আরও অন্তত তিনটি আইপিএল খেলবেন! এমনই মনে করেন প্রাক্তন তারকা ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণ। একটি চ্যানেলে লক্ষ্মণ বলেছেন, ‘চেন্নাই সুপার কিংসের হয়ে খেললে ও দারুণ জায়গায় থাকবে। অসম্ভব ফিট এখনও। বয়স একটা সংখ্যামাত্র। আর এম এস ধোনির কথা যদি বলি, ও শুধু শারীরিকভাবেই ফিট নয়, মানসিকভাবেও চাঙ্গা। সিএসকে-কে নেতৃত্ব দেওয়া উপভোগ করে। অধিনায়ক হিসাবে ও সফল আর আমি জানি আপনারা ধোনিকে আইপিএলে দেখতে চান। শুধু এবারের আইপিএলে নয়, ও আরও দুটি আইপিএলে খেলবে। তারপর না হয় ওর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে ভাবতে বসব।’ সুনীল জোশীর নেতৃত্বে নতুন নির্বাচক কমিটির ধোনির সঙ্গে আলোচনা করা উচিত বলেও মনে করেন লক্ষ্মণ। বলেছেন, ‘জাতীয় দলের কথা ধরলে, ধোনির সঙ্গে বসে ওর ভবিষ্যৎ পরিকল্পনা বোঝা উচিত নতুন নির্বাচক কমিটির। তবে আইপিএলে সিএসকে-র হয়ে ও খেলবে আর সমস্ত দায়িত্ব পালন করবে।’