মুম্বই: এশিয়া কাপে (Asia Cup) চ্যাম্পিয়ন হয়ে সদ্য দেশে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। মুম্বই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। আপাতত ছুটির মেজাজে বিরাট। মুম্বইয়ে গণেশ বন্দনায় মাতলেন। অবশ্য একা নন। সঙ্গী স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)।


বিরুষ্কার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে বিরাট ও অনুষ্কার সাজ। দুজনের পরনেই ভারতীয় পোশাক। বিরাট পরেছিলেন আইভরি রংয়ের পাঞ্জাবি। অনুষ্কার পরনে কাঞ্জিভরম শাড়ি। মহারাষ্ট্রের পরিচিত আদলে সেজেছিলেন বলিউডের অভিনেত্রী।


তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে গণেশের মণ্ডপসজ্জা। গণেশের সঙ্গে ফুলের সাজ। বিরাট ও অনুষ্কা এমনিতেই পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। তাঁদের বাড়ির গণেশ আরাধনায় তাই প্লাস্টিক বর্জনের নজির। গাঁদা, অর্কিড-সহ নানা ফুলের সাজে সজ্জিত গণপতি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন অনুষ্কা। শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।


 



সামনেই ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। যে সিরিজকে বিশ্বকাপের চূড়ান্ত ড্রেস রিহার্সাল মনে করা হচ্ছে। তবে বিশ্বকাপের সময় বিরাটকে তরতাজা রাখার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে রাখা হয়নি তাঁকে। তৃতীয় ম্যাচে খেলবেন কোহলি


গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2023) উৎসবে মাতোয়ারা দেশ। সিনেদুনিয়া থেকে শুরু করে খেলার ময়দানের তারকা, গণপতির আরাধনায় মগ্ন সকলে।


সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) যেমন। সচিনের বাড়িতেও প্রতি বছর গণপতির আরাধনা হয়। প্রত্যেকবারই সচিন সোশ্যাল মিডিয়ায় গণেশ আরাধনার ছবি ও ভিডিও পোস্ট করেন। এবারও তার অন্যথা হল না। সচিন সোশ্যাল মিডিয়ায় গণেশ বন্দনার ভিডিও পোস্ট করেছেন। এদিন বাড়ির গণেশ পুজোর ভিডিও তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে সচিনকে দেখা যায় ভারতীয় সাজে। পরনে পাজামা-পাঞ্জাবি। পাশে রয়েছেন পুরোহিত। তাঁর মন্ত্রোচ্চারণের মধ্যেই ভক্তিভরে পুজোয় অংশ নেন সচিন তেন্ডুলকর।


ভিডিওতে দেখা যায় নিজের হাতে গণপতিকে ভোগ নিবেদন করেন সচিন তেন্ডুলকর। খঞ্জনি বাজিয়ে পুজোয় অংশ নিতেও দেখা যায়। কখনও ভোগ নিবেদন করতে, কখনও আবার আরতি করতেও দেখা যায় মাস্টার ব্লাস্টারকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান সচিন। নিজের পোস্টে তিনি লেখেন, 'প্রভু গণেশ আমাদের সকলের শান্তি, সুখ এবং সুস্বাস্থ্য নিয়ে আসবেন। কারণ আমরা তাঁকে বাড়িতে নিয়ে এসেছি। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই'।


আরও পড়ুন: পেত্রাতোসের জোড়া গোল, এএফসি কাপে ওড়িশা এফসিকে ৪-০ দুরমুশ করল মোহনবাগান


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial