ওড়িশা: এএফসি কাপের (AFC Cup 2023) গ্রুপ 'ডি'-র ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসির (Mohun Bagan Super Giant vs Odisha FC)। ওড়িশার কলিঙ্গা স্টেডিয়ামে দুর্দান্ত জয় পেল সবুজ মেরুন। ৪-০ স্কোরলাইনে জয় পেলেন হুয়ান ফেরান্দোর ছেলেরা। মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos)।


ম্যাচের প্রথমার্ধে দুই দল বলার মতো তেমন কিছুই করতে পারেনি। সবুজ মেরুন একটিমাত্র শট তেকাঠির মধ্যে রাখতে সক্ষম হয়। ওড়িশা তো সেটাও পারেনি। প্রথম ২০ মিনিটে তো দুই দলই খুব সাধারণ মানের ফুটবল খেলে। তবে তারপর উইং ধরে আক্রমণ তৈরির চেষ্টা করেন ফেরান্দোর ছেলেরা। মনবীর সিং এবং শুভাশিস বোসই সবুজ মেরুনের হয়ে উইংয়ে থেকে গোলের সুযোগ তৈরির চেষ্টা করেন। হুগো বুমোসকেও মাঝমাঠে ভালই দেখাচ্ছিল। 


পেত্রাতোস গোল করার আপ্রাণ চেষ্টা করলেও, বারংবারই তাঁকে ওড়িশার জমাট রক্ষণের সামনে আটকে পড়তে হচ্ছিল। তবে ম্যাচের ৪৩ মিনিটের মাথায় মোড় ঘুরে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হুগো বুমোসকে ফাউল করায় ওড়িশার ডিফেন্ডার মুর্তাদা ফল দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। সাহাল আব্দুল সামাদকে বাজে ফাউল করে ম্যাচের ১০ মিনিটের মাথাতেই তিনি প্রথম হলুদ কার্ড দেখেছিলেন।


 






১০ জনের ওড়িশা এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে জয়ের জন্য় তেড়েফুড়ে আক্রমণ শুরু করে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সাহাল গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন। এরপর ম্যাচের ৬৮ মিনিটে পেত্রাতোস নিজের প্রথম ও ম্য়াচের দ্বিতীয় গোলটি করেন। ৭৯ মিনিটে লিস্টন কোলাসো ওড়িশা এফসির জালে বল জড়ালে মোহনবাগানের জয় কার্যত নিশ্চিতই হয়ে যায়। তবে তাতেই থেমে না গিয়ে মিনিট চারেক পর ফের একবার গোল করে সবুজ মেরুন। ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পান অজি স্ট্রাইকার পেত্রাতস।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই চিনের বিরুদ্ধে ৫-১ গোলে হারল ভারত