সৌরভ বলেছেন, বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে পারে ধোনি। ভারত কাপ জিতলে এবং ধোনি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে ওকে কেন অবসর নিতে হবে। প্রতিভা থাকলে বয়সটা কোনও ব্যাপারই নয়।
ভারতীয় পেস অ্যাটাকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভ। তিনি বলেছেন, বিশ্বকাপে জসপ্রিত বুমরাহ ও মহম্মদ সামির জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সৌরভ বলেছেন, বুমরাহই হোক বা সামি, ভারতের পেসাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। ইংল্যান্ডের দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পেসাররা।
সৌরভ মনে করছেন, ভুবনেশ্বর কুমারের পর চতুর্থ পেসার হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন উমেশ যাদব।
ওপেনার শিখর ধবনের ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না। কিন্তু সৌরভ রোহিত শর্মার সঙ্গী হিসেবে আক্রমণাত্মক শিখর ধবনকে দলে রাখার পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেছেন, ওপেনিং জুটি নিয়ে অদলবদল করা উচিত নয়। ভারতের ইনিংসের শুরুতে আদর্শ জুটি রোহিত ও শিখর।
সৌরভ বলেছেন, কে এ রাহুলও ওপেন করতে পারেন।
প্রাক্তন অধিনায়ক মনে করেন, তিন নম্বরেই ব্যাট করতে নামা উচিত ভারতের অধিনায়ক বিরাট কোহলির। তিনি বলেছেন, বিরাট বিরাটই। তাঁর পর অম্বাতি রায়ডু, ধোনি ও কেদার যাদব।
বিজয় শঙ্করের উত্থান নির্বাচকদের মাথাব্যাথার কারণ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন সৌরভ। তিনি বলেছেন, রবীন্দ্র জাডেজাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা উচিত নয়। নাগপুরে বিজয় শঙ্কর ভালো বোলিং করেছে। আমি মনে করি, ও বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার দাবিদার।
বিশ্বকাপে ভারতকেই ফেভারিট বলছেন সৌরভ। একইসঙ্গে বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দলও রয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কা বেশ ফর্মে রয়েছে। ওরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। তাই এবারের বিশ্বকাপ দুরন্ত হতে চলেছে।
অস্ট্রেলিয়া একেবারেই ছন্দে নেই। তবে সৌরভ মনে করছেন, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের প্রত্যাবর্তন গতবারের চ্যাম্পিয়নদের মনোবল বাড়াবে।
সৌরভ বলেছেন, এখনই বিশ্বকাপে প্রথম একাদশ ঘোষণা করা যায় না। তবে তিনি তাঁর ১৫ জনের সম্ভাব্য স্কোয়াডের সদস্যদের বেছে নিয়েছেন। তাঁর স্কোয়াড হল-রোহিত, শিখর, কে এল রাহুল, বিরাট কোহলি, অম্বাতি রায়ডু, ধোনি, কেদার, হার্দিক, বিজয় শঙ্কর, কুলদীপ, চাহল, বুমরাহ, সামি, ভুবনেশ্বর ও উমেশ।