নিউইয়র্ক: আমেরিকার বিশ্ববিদ্যালয়ে এবার ভারতের কিংবদন্তি গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের নামে অধ্যাপক পদ। এ জন্য ১০ লক্ষ মার্কিন ডলার দান করলেন এক প্রখ্যাত ভারতীয় গণিতজ্ঞ ও তাঁর স্ত্রী।


১৯০০ শতকের প্রথম দিকে গণিত শাস্ত্রে অপরিসীম অবদানের জন্য চিরস্মরণীয় রামানুজন। তাঁরই সম্মানে লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া (ইউসিএলএ)-এ অধ্যাপক পদ তৈরির জন্য ১০ লক্ষ মার্কিন ডলার দান করলেন গণিত বিষয়ের প্রোফেসর এমিরিটাস ভিএস বরদারাজন এবং তাঁর স্ত্রী বেদা। তাঁদের অনুদানের অর্থে বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে রামানুজন ভিজিটিং প্রফেসরশিপ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

গণিত ও পদার্থ বিজ্ঞানের যে শাখায় বরদারাজনের বিশেষ পারদর্শীতা রয়েছে, সেই বিষয়গুলির অতিথি শিক্ষকদের আকর্ষণ করতে এই অধ্যাপক পদ সহায়ক হবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সেনেট ও প্রেসিডেন্টের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অফিস ওই অধ্যাপক পদ তৈরির ক্ষেত্রে অনুমতি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে প্রচার অভিযানে অধ্যাপক বরদারাজন ওই অর্থ অনুদান করেছেন।

বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে গণিত ও পর্দার্থবিজ্ঞানের বিভিন্ন শাখায় বরদারাজনের কাজ ও গবেষণার উল্লেখ করা হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার আগে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে গণিত ও পরিসংখ্যাণ বিশয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বরদারাজন।  ইউনিভার্সিটি অফ জিনোভার পদার্থবিজ্ঞানে সাম্মাণিক ডক্টরেট প্রাপক বরদারাজন গণিতে তাঁর কাজের জন্য নরওয়ের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে লার্স ওনসেগার মেডেল পেয়েছেন।