কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে রাখা হোক, এমনটাই মত ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দলে গম্ভীরকে রাখা উচিত। ও অসাধারণ ফর্মে আছে। এত বছর ধরে খেলার পরেও ওর নিষ্ঠা দেখে আমি মুগ্ধ।’
কেকেআর-এর হয়ে চলতি আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন গম্ভীর। পাশাপাশি তরুণ ওপেনার লোকেশ রাহুল চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না। সেই কারণেই গম্ভীরকে দলে রাখা উচিত বলে মনে করছেন সৌরভ।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে গম্ভীরকে দেখতে চান সৌরভ
Web Desk, ABP Ananda
Updated at:
04 May 2017 09:11 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -