মুম্বই:  গতকাল বৃহস্পতিবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। শেষ ওভারে দুটি ছয় একটি চার সহ ১৬ রান করেছেন। কিন্তু এরপরও ধোনির ব্যাটিং নিয়ে গুঞ্জন থামছে না। চলতি বিশ্বকাপে তাঁর মন্থর ব্যাটিং সমালোচনার মুখে পড়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁর মন্থর ইনিংস নিয়ে খুশি হতে পারেননি ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬১ বলে ৫৬ রানের অপরাজিত থাকলেও সমালোচকদের মুখ বন্ধ হয়নি। কারণ, মাঝের ওভারগুলিতে, বিশেষ করে, স্পিনারদের বলে স্ট্রাইক রোটেট ধোনি ঠিকমতো করতে পারেননি বলে মনে করছেন তাঁরা। এই অবস্থায় ধোনির পাশেই দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।


গতকাল ভারত ওয়েস্ট ইন্ডিজকে ১২৫ রানে হারিয়ে দিয়েছে।

সৌরভ ধোনির ব্যাটিং নিয়ে খুব বেশি মাথা ঘামাতে নারাজ । তিনি বলেছেন, এটা এক-আধবার হতে পারে। এ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। গত বছরও ভারতের ইংল্যান্ড সফরের সময় ধোনি একই সমস্যায় পড়েছিল। স্পিনের বিরুদ্ধে ওকে এই ধরনের সমস্যায় পড়তে দেখা গিয়েছিল।

ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক বলেছেন, ওর সঙ্গে কারুর একটা খেলা প্রয়োজন। তিন নম্বরে কোহলি, কেএল রাহুল চার নম্বরে এবং ও পাঁচে বা হার্দিকের মতো কেউ খেললে ওর কাজটা সহজ হয়। কারণ, ওরা বড় শট খেলে আর ও স্ট্রাইক রোটেট করে।

ধোনির প্রচুর অভিজ্ঞতার কথা মাথায় রেখে ওর ব্যাটিং সম্পর্কে কোনওরকম সংশয় খারিজ করতে চেয়েছেন সৌরভ।  তিনি বলেছেন, এ ব্যাপারে কোনও মন্তব্য করার আগে আমি অপেক্ষা করতে চাই। কারণ, ওর বড় শট খেলার ক্ষমতা রয়েছে এবং ও একটু আলাদাভাবে খেলে।

সৌরভ ধোনি সাফল্য পাবে বলেও আশা প্রকাশ করেছেন।

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও ধোনিকে সমর্থন করেছেন। ধোনিকে কিংবদন্তী আখ্যা দিয়ে কোহলি বলেছেন, ওর অভিজ্ঞতা ও ফিডব্যাক দলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ।