কলকাতা: বিসিসিআই সিইও রাহুল জোহরির বিরুদ্ধে ওঠা যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে সরব হলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। জোহরির বিরুদ্ধে অভিযোগ সহ অন্যান্য কয়েকটি বিষয়ে বিসিসিআইয়ের ভূমিকার সমালোচনা করে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নিয়ে আশঙ্কা ব্যক্ত করেছেন সৌরভ।
সিএবি সভাপতি সৌরভ বলেছেন, ভারতীয় ক্রিকেটের অবস্থা এখন ‘বিপন্ন’ এবং ভবিষ্যতে কী হবে, তা তাঁর জানা নেই।
বিসিসিআই সভাপতি সিকে খন্না, সচিব অমিতাভ চৌধুরী ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীকে লেখা চিঠিতে সৌরভ বলেছেন, ‘জোহরির বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি তা জানি না। কিন্তু এই সব নিগ্রহের রিপোর্টের ফলে বোর্ডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তবে তার চেয়েও বেশি হচ্ছে যে ভাবে পুরো ব্যাপারটা সামলানো হচ্ছে, তার জন্য।’


জোহরির বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য বোর্ডের প্রশাসকদের কমিটি তিন সদস্যের একটি প্যানেল গঠন করেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জোহরির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন এক মহিলা।
বিনোদ রাইন ও ডায়না এডুলজিকে নিয়ে গঠিত প্রশাসকদের কমিটিতে এ বিষয়ে মতবিরোধ রয়েছে। এডুলজি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জোহরিকে বরখাস্ত বা সাসপেন্ড করার পক্ষে মত ব্যক্ত করেছেন। অন্যদিকে, রাই তদন্ত রিপোর্ট আসার আগে কোনও ব্যবস্থা গ্রহণের পক্ষপাতী নন। রাই ও এডুলজির এই মতপার্থক্যের উল্লেখ করে সৌরভ লিখেছেন, এত থেকে স্পষ্ট যে ভারতীয় ক্রিকেট দিশা হারাচ্ছে।
সৌরভ আরও লিখেছেন, প্রশাসকদের কমিটিতে সদস্য সংখ্যা চার থেকে কমে হয়েছে দুই। এখন এই দুজনও দ্বিধাবিভক্ত। মরশুমের মাঝপথে ক্রিকেটীয় নিয়ম বদলে যাচ্ছে। এ রকমটা এর আগে কখনও শোনা যায়নি।
কোনও রাজ্যের হয়ে খেলার ক্ষেত্রে মরশুমের মাঝপথে আচমকা নজিরবিহীন নিয়ম পরিবর্তনের উল্লেখ করে এ কথা বলেছেন সৌরভ। সিওএ সম্প্রতি সরকারি কর্মীদের সন্তানদের ক্ষেত্রে এক বছরের নিয়ম শিথিল করেছে।
বোর্ডের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সৌরভ ভারতীয় দলের কোচ নির্বাচন নিয়ে তাঁর অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। উল্লেখ্য, অ্যাডভাইসারি কমিটির সুপারিশে অনিল কুম্বলে ভারতীয় দলের কোচ হয়েছিলেন। ওই কমিটির অন্যতম সদস্য ছিলেন সৌরভ। অধিনায়ক কোহলির সঙ্গে মতবিরোধের কারণে এক বছরের মধ্যে ইস্তফা দেন কুম্বলে। কুম্বলের জায়গায় কোহলি পছন্দমতো কোচ নিযুক্ত হন রবি শাস্ত্রী।
সৌরভ লিখেছেন, কমিটিগুলি যে সিদ্ধান্ত নেয়, সেগুলি নিতান্ত অশ্রদ্ধার সঙ্গে বাতিল করা হয়। কোচ বাছাই সম্পর্কে তাঁর অভিজ্ঞতা খুবই তিক্ত বলে মন্তব্য করেছেন সৌরভ।