দেখুন: মুম্বইয়ে ম্যাচ চলাকালে অনুষ্কার নাম উল্লেখ করে কোহলিকে উৎসাহিত করলেন দর্শকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Oct 2018 11:04 AM (IST)
নয়াদিল্লি: চলতি সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত। প্রথম ইনিংসে ভিড়ে ঠাসা স্টেডিয়ামে দর্শকের আনন্দ দিয়েছিল রোহিত শর্মা ও অম্বাতি রায়ডুর অনবদ্য ব্যাটিং পারফরম্যান্স। এরপর ভারতীয় বোলারদের দাপটে অল্পরানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এক কথায় ব্রেবোর্নের দর্শকরা ম্যাচটি চুটিয়ে উপভোগ করেছেন। প্রাণবন্ত গ্যালারিতে থেকে এমন প্রতিক্রিয়াও এল যাতে সাড়া না দিয়ে পারলেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংস চলাকালে দর্শকদের একাংশ সমস্বরে ‘অনুষ্কা-অনুষ্কা’ বলতে শুরু করেন। কোহলি তখন শর্ট মিড অফে ফিল্ডিং করছিলেন। সেখান থেকেই দর্শকদের উদ্দেশে হাত তোলেন তিনি। কোনও প্লেয়ারকে তাঁর স্ত্রীর নাম উল্লেখ করে উত্সাহিত করতে দর্শকদের সম্ভবত এই প্রথম দেখা গেল। আসলে কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কাকে নিয়ে তাঁদের অনুরাগীদের অসীম আগ্রহ। তাঁরা এই তারকা দম্পতিকে একসঙ্গে দেখতে পছন্দ করেন। ভারত এই ম্যাচ ২২৪ রানে জিতে ২-১ এগিয়ে গিয়েছে। এবার তিরুবনন্তপুরমে আগামীকাল বৃহস্পতিবার সিরিজের ফয়সালা হবে।